হোম > অপরাধ > চট্টগ্রাম

বাস থেকে নারীকে নামিয়ে ধর্ষণচেষ্টায় থানায় মামলা, হেলপার গ্রেপ্তার

লক্ষ্মীপুর ও রামগঞ্জ প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে বাস থেকে নামিয়ে এক নারীকে  তিন যুবক ধর্ষণের চেষ্টা করেছেন বলে মামলা দায়ের করা হয়েছেন। আজ শনিবার সকালে ওই ভুক্তভোগী নারী বাদী হয়ে রামগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে এ মামলা করেন। 

পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে চাটখিল থেকে নোয়াখালীর সোনাপুর যাওয়ার জন্য ওই নারী ‘জননী’ নামে একটি গাড়িতে ওঠেন। ভুলক্রমে বাসটি রামগঞ্জ সোনাপুর নামক স্থানে ওই নারীকে নামিয়ে দেয়। পরে ঘটনাটি অপর বাসের চালক ও হেলপারকে জানালে তাঁরা ভুক্তভোগীকে নোয়াখালীগামী অন্য গাড়িতে তুলে দেওয়ার কথা বলে বাসে বসতে বলেন। এর কিছুক্ষণ পরই এমরান হোসেন ও তাঁর দুই সহযোগী গাড়ি থেকে ভুক্তভোগীকে জোরপূর্বক তুলে বাস টার্মিনালের পেছনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। খবর পেয়ে বাজারের প্রহরী শাহজাহান মিয়াসহ অন্যরা এগিয়ে এলো অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যান। 

অপরদিকে, প্রহরী শাহজাহান মিয়া অসুস্থ হয়ে ঘটনাস্থলে পড়ে যান। তাঁকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই মারা গেছেন বলে জানান কর্তব্যরত চিকিৎসক। পরে পুলিশ ওই নারীকে উদ্ধার করে রামগঞ্জ থানা হেফাজতে নেয়। 

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গুনময় পোদ্দার বলেন, শাহজাহান মিয়া নামে এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার আগেই মারা গেছেন। তবে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে দাবি করেছেন চিকিৎসক। 

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, আজ সকালে ভুক্তভোগী নারী বাদী হয়ে বাসের হেলপার আজাদ উদ্দিন, উপজেলার কাজিরখিল এলাকার এমরান হোসেন ও অজ্ঞাত একজনের নাম উল্লেখ করে মামলা করেন। এর আগে গতকালে রাতেই বাসের হেলপারকে গ্রেপ্তার করা হয়। তিনি ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন বলে জানিয়েছেন। 

ওসি আরও বলেন, গ্রেপ্তার আজাদ হোসেনকে আদালতে তোলে রিমান্ডের আবেদন করা হবে। বাকিদের গ্রেপ্তারের অভিযান চলছে। অপরদিকে, ভুক্তভোগীকে তাঁর মামার জিম্মায় দেওয়া হয়েছে। 

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি. যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১