হোম > অপরাধ > চট্টগ্রাম

দীঘিনালায় ইউপিডিএফের সাবেক কর্মীকে কুপিয়ে হত্যা

প্রতিনিধি

দীঘিনালা (খাগড়াছড়ি): খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) সাবেক কর্মী অমর জীবনকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গত শুক্রবার রাতে উপজেলার কবাখালী ইউনিয়নের হাজাছড়া এলাকায় শ্বশুর বিজয় চাকমার বাড়ি থেকে মুখোশ পরা সশস্ত্র সন্ত্রাসীরা অমর জীবন চাকমাকে ডেকে নিয়ে যায়। পরে শনিবার সকাল ৬টার দিকে দীঘিনালা বানছড়া নোয়াপাড়ায় নির্জন মাঠে ব্রিজের পাশ থেকে অমর জীবন চাকমার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে থানা-পুলিশ। 

জানা যায়, উপজেলার মৃত সুরেশ চাকমার ছেলে অমর জীবন চাকমা দুই বছর আগে দল ত্যাগ করে সাধারণ জীবনে ফিরে আসেন। কবাখালী ইউনিয়নের হাজাছড়া এলাকার বিজয় চন্দ্র চাকমার মেয়েকে বিয়ে করেন তিনি। শ্বশুরবাড়িতে থেকে অমর ও তাঁর স্ত্রী উপজেলার হাট-বাজারে বিভিন্ন সবজি বিক্রি করতেন।

নিহত অমর জীবনের স্ত্রী করুণা চাকমা বলেন, `শুক্রবার মধ্যরাতে (২টা থেকে ৩টা) অজ্ঞাত মুখোশ পরা কয়েকজন আমার স্বামীকে ডেকে নিয়ে যায়। সকালে শুনতে পাই আমার স্বামীর মরদেহ পাওয়া গেছে। তাঁর ‍বুকে ও মাথার নিচে ঘাড়ের দিকে কোপানো হয়েছে।'

দীঘিনালা থানার ওসি এ কে এম পেয়ার আহম্মেদ বলেন, সংবাদ পেয়ে দীঘিনালা থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহের ময়নাতদন্তের জন্য আইনি প্রক্রিয়া চলছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি বলতে পারেননি।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল