হোম > অপরাধ > চট্টগ্রাম

দীঘিনালায় ইউপিডিএফের সাবেক কর্মীকে কুপিয়ে হত্যা

প্রতিনিধি

দীঘিনালা (খাগড়াছড়ি): খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) সাবেক কর্মী অমর জীবনকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গত শুক্রবার রাতে উপজেলার কবাখালী ইউনিয়নের হাজাছড়া এলাকায় শ্বশুর বিজয় চাকমার বাড়ি থেকে মুখোশ পরা সশস্ত্র সন্ত্রাসীরা অমর জীবন চাকমাকে ডেকে নিয়ে যায়। পরে শনিবার সকাল ৬টার দিকে দীঘিনালা বানছড়া নোয়াপাড়ায় নির্জন মাঠে ব্রিজের পাশ থেকে অমর জীবন চাকমার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে থানা-পুলিশ। 

জানা যায়, উপজেলার মৃত সুরেশ চাকমার ছেলে অমর জীবন চাকমা দুই বছর আগে দল ত্যাগ করে সাধারণ জীবনে ফিরে আসেন। কবাখালী ইউনিয়নের হাজাছড়া এলাকার বিজয় চন্দ্র চাকমার মেয়েকে বিয়ে করেন তিনি। শ্বশুরবাড়িতে থেকে অমর ও তাঁর স্ত্রী উপজেলার হাট-বাজারে বিভিন্ন সবজি বিক্রি করতেন।

নিহত অমর জীবনের স্ত্রী করুণা চাকমা বলেন, `শুক্রবার মধ্যরাতে (২টা থেকে ৩টা) অজ্ঞাত মুখোশ পরা কয়েকজন আমার স্বামীকে ডেকে নিয়ে যায়। সকালে শুনতে পাই আমার স্বামীর মরদেহ পাওয়া গেছে। তাঁর ‍বুকে ও মাথার নিচে ঘাড়ের দিকে কোপানো হয়েছে।'

দীঘিনালা থানার ওসি এ কে এম পেয়ার আহম্মেদ বলেন, সংবাদ পেয়ে দীঘিনালা থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহের ময়নাতদন্তের জন্য আইনি প্রক্রিয়া চলছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি বলতে পারেননি।

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি