হোম > অপরাধ > চট্টগ্রাম

দীঘিনালায় ইউপিডিএফের সাবেক কর্মীকে কুপিয়ে হত্যা

প্রতিনিধি

দীঘিনালা (খাগড়াছড়ি): খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) সাবেক কর্মী অমর জীবনকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গত শুক্রবার রাতে উপজেলার কবাখালী ইউনিয়নের হাজাছড়া এলাকায় শ্বশুর বিজয় চাকমার বাড়ি থেকে মুখোশ পরা সশস্ত্র সন্ত্রাসীরা অমর জীবন চাকমাকে ডেকে নিয়ে যায়। পরে শনিবার সকাল ৬টার দিকে দীঘিনালা বানছড়া নোয়াপাড়ায় নির্জন মাঠে ব্রিজের পাশ থেকে অমর জীবন চাকমার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে থানা-পুলিশ। 

জানা যায়, উপজেলার মৃত সুরেশ চাকমার ছেলে অমর জীবন চাকমা দুই বছর আগে দল ত্যাগ করে সাধারণ জীবনে ফিরে আসেন। কবাখালী ইউনিয়নের হাজাছড়া এলাকার বিজয় চন্দ্র চাকমার মেয়েকে বিয়ে করেন তিনি। শ্বশুরবাড়িতে থেকে অমর ও তাঁর স্ত্রী উপজেলার হাট-বাজারে বিভিন্ন সবজি বিক্রি করতেন।

নিহত অমর জীবনের স্ত্রী করুণা চাকমা বলেন, `শুক্রবার মধ্যরাতে (২টা থেকে ৩টা) অজ্ঞাত মুখোশ পরা কয়েকজন আমার স্বামীকে ডেকে নিয়ে যায়। সকালে শুনতে পাই আমার স্বামীর মরদেহ পাওয়া গেছে। তাঁর ‍বুকে ও মাথার নিচে ঘাড়ের দিকে কোপানো হয়েছে।'

দীঘিনালা থানার ওসি এ কে এম পেয়ার আহম্মেদ বলেন, সংবাদ পেয়ে দীঘিনালা থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহের ময়নাতদন্তের জন্য আইনি প্রক্রিয়া চলছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি বলতে পারেননি।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু