হোম > অপরাধ > চট্টগ্রাম

মধ্যরাতে গরু চুরি করতে বেরিয়ে পিকআপ উল্টে একজন নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে মধ্যরাতে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গরু চুরিতে ব্যবহৃত পিকআপ ভ্যান। এ সময় পিকআপ ভ্যানের চাপায় মো. এরশাদ (২৫) নামে গরু চোর চক্রের এক সদস্যর মৃত্যু হয়েছে। মো. মুবিন উদ্দিন (৩২), মো. সোহেল (২৪) ও মো. শুক্কুর (৩৪) নামের অপর তিন সদস্য আহত হয়েছেন।

গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মহাসড়কের ফৌজদারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় আহত তিনজন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত এরশাদ কক্সবাজার জেলার মহেশখালী থানার মাতারবাড়ী এলাকার বাসিন্দা।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রাজীব পোদ্দার আজকের পত্রিকাকে জানান, চোর চক্রের সদস্যরা গরু চুরির উদ্দেশ্যে পিকআপ ভ্যান নিয়ে চকরিয়া থেকে রাতে সীতাকুণ্ডে আসে। পিকআপটি ফৌজদারহাট এলাকা অতিক্রমকালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এ সময় পিকআপ ভ্যানের চাপায় পিষ্ট হয়ে এরশাদের মৃত্যু হয়। এরশাদের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উপপরিদর্শক (এসআই) রাজীব পোদ্দার আরও জানান, দুর্ঘটনায় হতাহত চারজনই আন্তজেলা গরু চোর চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা রয়েছে।

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা