হোম > অপরাধ > চট্টগ্রাম

ধানের কুঁড়ায় রং মিশিয়ে হলুদ-মরিচ-ধনিয়ার গুঁড়া, গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কারখানায় ধানের কুঁড়া, রং ও কয়লা মিশিয়ে ভেজাল হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া তৈরির অভিযোগে ছয়জনকে আটক করেছে র‍্যাব। এ সময় কারখানাটি থেকে প্রায় ১৪ মণ ধানের কুঁড়া, বিভিন্ন রং ও রাসায়নিক জব্দ করা হয়। 

গতকাল বৃহস্পতিবার নগরীর কোতোয়ালি থানাধীন খাতুনগঞ্জে হামিদউল্লাহ মিয়া বাজারে একটি ভবনের নিচতলার অবস্থিত কারখানায় এসব ভেজাল পণ্য জব্দ করা হয়। আজ শুক্রবার র‍্যাবের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। র‍্যাবের হাতে আটককৃতরা হলেন মো. ইসহাক (৪০), মো. সাগর (২৭), মো. নসু মাঝি (৬০), রাহাত উদ্দিন (২১), মো. শহিদ (৪০) ও খাইরুল (৩০) নামে এক বাকপ্রতিবন্ধী যুবক। 

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, অভিযানকালে কারখানার ম্যানেজার মো. ইসকান্দার পালিয়ে যেতে সক্ষম হন। তাঁর বাড়ি পটিয়া উপজেলার নালন্দা গ্রামে। এ ঘটনায় হওয়া মামলায় তাঁকেও আসামি করা হয়েছে।

র‍্যাব কর্মকর্তা আরও বলেন, আসামির স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে ভেজাল গুঁড়া মসলা তৈরির উপকরণ ১২টি বস্তায় ১৪ মণ ধানের কুঁড়া, সাড়ে ৮০০ গ্রাম লাল রং, সাড়ে ৩০০ গ্রাম হলুদ রং, ২০ গ্রাম খয়েরি রং ও ৮০০ গ্রাম কয়লা জব্দ করা হয়েছে। এ ছাড়া কুঁড়ামিশ্রিত ২৮৬ কেজি গোটা হলুদ, ৩৩৩ কেজি ভেজাল হলুদের গুঁড়া, ১৫৭ কেজি ভেজাল মরিচের গুঁড়া, ৮০ কেজি ধনিয়ার গুঁড়া জব্দ করা হয়। এসব মালামাল বিক্রির জন্য রাখা হয়েছিল। 

এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। আসামিদের পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। 

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল