হোম > অপরাধ > চট্টগ্রাম

ধানের কুঁড়ায় রং মিশিয়ে হলুদ-মরিচ-ধনিয়ার গুঁড়া, গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কারখানায় ধানের কুঁড়া, রং ও কয়লা মিশিয়ে ভেজাল হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া তৈরির অভিযোগে ছয়জনকে আটক করেছে র‍্যাব। এ সময় কারখানাটি থেকে প্রায় ১৪ মণ ধানের কুঁড়া, বিভিন্ন রং ও রাসায়নিক জব্দ করা হয়। 

গতকাল বৃহস্পতিবার নগরীর কোতোয়ালি থানাধীন খাতুনগঞ্জে হামিদউল্লাহ মিয়া বাজারে একটি ভবনের নিচতলার অবস্থিত কারখানায় এসব ভেজাল পণ্য জব্দ করা হয়। আজ শুক্রবার র‍্যাবের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। র‍্যাবের হাতে আটককৃতরা হলেন মো. ইসহাক (৪০), মো. সাগর (২৭), মো. নসু মাঝি (৬০), রাহাত উদ্দিন (২১), মো. শহিদ (৪০) ও খাইরুল (৩০) নামে এক বাকপ্রতিবন্ধী যুবক। 

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, অভিযানকালে কারখানার ম্যানেজার মো. ইসকান্দার পালিয়ে যেতে সক্ষম হন। তাঁর বাড়ি পটিয়া উপজেলার নালন্দা গ্রামে। এ ঘটনায় হওয়া মামলায় তাঁকেও আসামি করা হয়েছে।

র‍্যাব কর্মকর্তা আরও বলেন, আসামির স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে ভেজাল গুঁড়া মসলা তৈরির উপকরণ ১২টি বস্তায় ১৪ মণ ধানের কুঁড়া, সাড়ে ৮০০ গ্রাম লাল রং, সাড়ে ৩০০ গ্রাম হলুদ রং, ২০ গ্রাম খয়েরি রং ও ৮০০ গ্রাম কয়লা জব্দ করা হয়েছে। এ ছাড়া কুঁড়ামিশ্রিত ২৮৬ কেজি গোটা হলুদ, ৩৩৩ কেজি ভেজাল হলুদের গুঁড়া, ১৫৭ কেজি ভেজাল মরিচের গুঁড়া, ৮০ কেজি ধনিয়ার গুঁড়া জব্দ করা হয়। এসব মালামাল বিক্রির জন্য রাখা হয়েছিল। 

এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। আসামিদের পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। 

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি