হোম > অপরাধ > চট্টগ্রাম

হবিগঞ্জের মেডিকেল টেকনোলজিস্টের হত্যাকারীর ফাঁসির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন 

নোয়াখালী প্রতিনিধি

সিলেটের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. সাইফুল ইসলামকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নোয়াখালী জেলা সম্মিলিত মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘তুচ্ছ ঘটনায় গত ২৮ ডিসেম্বর দুপুরে প্রকাশ্যে সাইফুলকে হত্যা করার দুই দিন অতিবাহিত হলেও খুনি ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। সিসি টিভি ফুটেজ দেখে হত্যাকারীকে শনাক্ত করা হয়। কিন্তু অজ্ঞাত কারণে এখনো তাঁকে গ্রেপ্তার করা হয়নি। তাই অতি বিলম্বে হত্যাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে আরও বৃহত্তর আন্দোলন ও কর্মবিরতিতে যাব।’ 

বক্তারা আরও বলেন, হাসপাতালের চিকিৎসক ও টেকনোলজিস্টদের সুরক্ষা আইন করতে হবে। সম্প্রতি ঘটে যাওয়া নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের ওপর হামলাসহ কয়েকটি ঘটনার সুষ্ঠু বিচার হয়নি। এ জন্য প্রতিনিয়ত হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনা বেড়েই চলেছে। তাই সাইফুলের হত্যাকারীকে গ্রেপ্তার করে ফাঁসি দেওয়ার দাবি জানাচ্ছি। 

মানববন্ধনে জেলা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সহসভাপতি এ টি এম মাইনুল কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন—সংগঠনটির জেলা সভাপতি মোহাম্মদ আলী জুয়েল, সাধারণ সম্পাদক ইমরান খান, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আতিকুল ইসলাম সজিব, প্রচার সম্পাদক আবদুস সালাম, বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সভাপতি নুরুল করিম নোমান, সামেপের সহসভাপতি মো. শাহাদাত হোসেন, ল্যাবরেটরি টেকনোলজি সোসাইটির যুগ্ম-আহ্বায়ক আল আমিন প্রমুখ। 

মানববন্ধন শেষে একই স্থানে একটি প্রতিবাদ সমাবেশ করা হয়। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন স্বাধীনতা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ নোয়াখালী শাখা, বাংলাদেশ ডেন্টাল পরিষদ নোয়াখালী ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। 

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি. যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১