চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক অভিযান চালিয়ে কৃষক মমিনুল হক ও যুবলীগ নেতা মো. শওকত হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বাড়বকুণ্ড ও কুমিরা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতেই তাঁদের থানায় হস্তান্তর করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা গ্রামের আব্দুল হকের ছেলে মো. আজিজুল হক (২২) ও উপজেলার কুমিরা ইউনিয়নের মসজিদ্দা দেলিপাড়া এলাকার মো. ইউসুফের ছেলে মো. তারেক (২৭)।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, র্যাবের হাতে গ্রেপ্তার আজিজুল হক গত ১ জুলাই সীতাকুণ্ডের মুরাদপুর বাংলাবাজার এলাকায় সংঘটিত কৃষক মমিনুল হক হত্যার অন্যতম আসামি। তারেক গত বছরের ১৯ মার্চ উপজেলার কুমিরায় হত্যাকাণ্ডের শিকার যুবলীগ নেতা মো. শওকত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এ ছাড়া গ্রেপ্তার আজিজুলের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার দুই আসামিকে আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।