হোম > অপরাধ > চট্টগ্রাম

চলন্ত গাড়িতে রড ছোড়ার পর ডাকাতি, চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত গাড়িতে রড ছুড়ে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়। তাঁরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। 

আজ শুক্রবার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার মো. আব্দুল মান্নান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। 

আব্দুল মান্নান জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর এলাকায় মহাসড়কে চলাচলরত যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন। এমন সংবাদে চান্দিনা থানা-পুলিশের একটি দল ওই স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করে। এ সময় ডাকাত দলের ১২ জন পালিয়ে যান। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লা তিতাস উপজেলার রঘুনাথপুর এলাকার হযরত আলী, একই গ্রামের মো. হাসান, চান্দিনা উপজেলার বাগমারা গ্রামের রুহুল আমিন, একই উপজেলার পরচঙ্গা গ্রামের মো. কাউছার ও ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব পোমকাড়া গ্রামের মো. জহির। 

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জহিরের বিরুদ্ধে ১৩টি, হযরত আলীর বিরুদ্ধে ৮টি ও কাউছারের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। 

পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা মহাসড়কে লোহার রড নিয়ে ওত পেতে থাকেন। তাঁরা দুটি গ্রুপে থাকেন। একদল চলন্ত গাড়িতে রড ছুড়ে মারে। গাড়িটি থামলে অন্য গ্রুপ যাত্রীদের আতঙ্কিত করে ডাকাতি করে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও ডিবি) নাজমুল হাসানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ