হোম > অপরাধ > চট্টগ্রাম

৬টি বন্দুকসহ গরু চোর সিন্ডিকেট সদস্য আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় কুখ্যাত ডাকাত, ভূমিদস্যু এবং গরু চোর সিন্ডিকেটের অন্যতম সদস্য হিসেবে অভিযুক্ত লেদু মিয়াকে আটক করেছে র‍্যাব। আটকের সময় তাঁর কাছ থেকে ৬টি লম্বা বন্দুক ও ১৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গতকাল বুধবার উপজেলার চোঁয়ার ফাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। 

বুধবার রাত সোয়া ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক মো. বিল্লাল উদ্দিন। 

আটক লেদু মিয়া চকরিয়ার উপজেলার সাহাবিল ইউনিয়নের কোরালখালী গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তাঁর ছোট ভাই নবী হোসেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান। 

র‍্যাব বলছে, চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়ার চোঁয়ার ফাড়ি স্টেশনের কাছে আব্দুল মান্নানের খামার বাড়িতে একদল সন্ত্রাসী অবস্থান করছে বলে খবর পায় র‍্যাব। এ সংবাদের ভিত্তিতে ভোর পাঁচটায় র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। সেখানে বাড়ির একটি কক্ষ থেকে মো. লেদু মিয়াকে (৪৬) আটক করা হয়।

 
র‍্যাবের সহকারী পরিচালক মো. বিল্লাল উদ্দিন বলেন, ওই ব্যক্তি জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁর কাছে অবৈধ অস্ত্র থাকার কথা স্বীকার করেন। তখন উপস্থিত সবার সামনে খামার বাড়ির কক্ষে খাটের নিচে, প্লাস্টিকের বস্তাবন্দী অবস্থায় ৬টি একনলা বন্দুক ও ১৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, আটক লেদু মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ অস্ত্র বেচাকেনা, ঘের দখল, গরু চুরি, ভূমি দখলসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁর বিরুদ্ধে মারামারি, চুরি, ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। তাঁকে চকরিয়া থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১