চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলমারি ভেঙে মালামাল চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাতের যে কোন সময় এ ঘটনাটি ঘটেছে। তবে কি পরিমাণ জিনিস খোয়া গেছে তা এখনো নিশ্চিত হয়ে জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা যায়, বৃহস্পতিবার সকালে হাসপাতালের হিসাব ও পরিসংখ্যানবিদের কক্ষের দুটি আলমারির তালা ভাঙা। পেছনের জানালার গ্রিল কাটা রয়েছে।
এব্যাপারে পটিয়া হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ জানান, হাসপাতালে অ্যাকাউন্টস সেকশনে দুটি আলমারি ভেঙে মালামাল নিয়ে গেছে। তবে কি কি চুরি হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পটিয়া থানা-পুলিশ হাসপাতালে এসেছে। তারা সবকিছু যাচাই করে কি কি চুরি হয়েছে তা জানা যাবে।
পটিয়া থানার পরিদর্শক (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, আমরা খবর পেয়ে হাসপাতালের ঘটনাস্থলে আছি। সবকিছু অনুসন্ধান করা হচ্ছে। কি পরিমাণ জিনিসপত্র চুরি হয়েছে তা নির্ণয় করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।