হোম > অপরাধ > চট্টগ্রাম

কোম্পানীগঞ্জে ৫ বছরের শিশু ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হয়নি অভিযুক্ত

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৫ বছরের শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে শাকিব (১৮) নামের একজনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। কিন্তু মামলা দায়েরের কয়েক দিন পরও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত। 

অভিযুক্ত শাকিব উপজেলার রামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ নূরুল হকের ছেলে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর শুক্রবার দুপুরে অভিযুক্ত শাকিব চকলেটের লোভ দেখিয়ে ভুক্তভোগী শিশুকে ধান খেতে নিয়ে ধর্ষণ করেন। তাকে নিয়ে যাওয়ার সময় পাশের বাড়ির আরেকটি শিশু দেখে ফেলেন। পরে সে ভুক্তভোগী শিশুর মাকে বিষয়টি জানায়। এরপর অনেক খোঁজার পর শিশুটিকে ধান খেতে রক্তাক্ত অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং শাকিবকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন শিশুটির মা। পরে শিশুটিকে উদ্ধার করে ঘরে নিয়ে আসেন মা। জুম্মার নামাজ শেষে ফিরে এসে এ ঘটনা জানতে পেরে শিশুটির বাবা তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যান। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় আছে। পরে শিশুটির বাবা জাকির হোসেন বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। 

এদিকে শিশু ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পরও অভিযুক্ত শাকিব গ্রেপ্তার না হওয়ায় জনমনে চরম ক্ষোভ বিরাজ করছে। 

মামলাটির তদন্তকারী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম রাজা বলেন, আসামি শাকিবকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আসামি গ্রেপ্তারের পর সংবাদ পরিবেশনের অনুরোধ জানান তিনি। 

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য

চট্টগ্রামে কুকুরকে গাড়িচাপায় হত্যা, ডিসি বাসভবনের প্রহরীসহ ২ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

চাঁদাবাজি নিয়ে নৌ উপদেষ্টার বক্তব্যের ব্যাখ্যা চাইলেন চসিক মেয়র

চট্টগ্রাম বন্দরে অফডক বন্ধের কর্মসূচি থেকে সরলেন ডিপোমালিকেরা

বাবাকে মারধরের অভিযোগ এমপি প্রার্থীর বিরুদ্ধে