চট্টগ্রামের বাঁশখালী উপজেলার হরিণ শিকার করে জবাই করার অপরাধে পাঁচজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার নাপোড়া চুনতি অভয়ারণ্যে বন্য হরিণশিকারীদের ধরতে বন-বিভাগের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
হরিণ শিকার (জবাই) করার খবর পেয়ে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ওই এলাকায় অভিযান চালানো হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এতে আরও উপস্থিত ছিলেন চুনতি অভয়ারণ্যে রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ।
এ সময় উপজেলার নাপোড়া ৫ নম্বর ওয়ার্ডের মো. আলীর ছেলে মো. জসিম (২১) একাই এলাকার আলী হোসেনের ছেলে মো. নেজাম (২০), নেয়ামত আলীর ছেলে মনজুর (৩০), আব্দুল হকের ছেলে মো. হোসেন (৪০), মকসেদ আলীর ছেলে কালুকে (১৮) আটক করা হয়।
খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ‘আটককৃত প্রত্যেককে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর ২৩ (২) ধারার অপরাধে ২৬ (১ ক) ধারায় ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এই সময় জবাইকৃত মায়া হরিণটি মাটি চাপা দেওয়া হয় এবং হরিণ ধরতে ব্যবহৃত জাল পুড়িয়ে দেওয়া হয়। বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।’