হোম > অপরাধ > চট্টগ্রাম

দায়ের কোপে পুলিশ সদস্যের কবজি বিচ্ছিন্নের ঘটনায় আসামির স্ত্রী আটক

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পুলিশ সদস্যের কবজি বিচ্ছিন্নের ঘটনায় আসামি কবির আহমদের স্ত্রী রুবি আকতারকে (২৮) আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার পদুয়া ইউনিয়নের লালারখীল এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আতিকুর রহমান।

তবে এ ঘটনায় একাধিক মামলার আসামি কবির আহমদকে (৩৫) এখনো আটক করা যায়নি। তবে তাঁকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কবির আহমদ উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লালারখীলের আলী হোসেনের ছেলে।

গতকাল রোববার সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লালারখীল এলাকায় থানার এসআই ভক্ত চন্দ্র দত্তের নেতৃত্বে পুলিশের একটি দল একাধিক মামলার আসামি কবির আহমদকে ধরতে তাঁর বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পক্ষের লোকজন ধারালো দা নিয়ে পুলিশের ওপর হামলা করে। এতে পুলিশ কনস্টেবল মো. জনি খানের বাম হাতের কবজি হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া কনস্টেবল শাহাদত ও মামলার বাদী আবুল হোসেন কালুও আহত হয়। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে জনির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরবর্তীতে আরও উন্নত চিকিৎসার জন্য জনি খানকে দ্রুত ঢাকায় নেওয়া হয়। ঢাকার একটি হাসপাতালে জনি খানের হাত প্রতিস্থাপনের কাজ অপারেশনের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ