হোম > অপরাধ > চট্টগ্রাম

সার কারখানার বর্জ্যযুক্ত পানি পানে ১৩ মহিষের মৃত্যুর অভিযোগ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানির (সিইউএফএল) বর্জ্যের বিষাক্ত পানি পানে ১৩টি মহিষের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আজ রোববার দুপুরে সিইউএফএল কারখানার পশ্চিমের মাঝের চর এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে গত ১৪ এপ্রিল একই স্থানে দুটি গরুর মৃত্যুর হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে বারশত ইউনিয়নের মাঝের চরে এলাকায় সিইউএফএলের সার কারখানার বিষাক্ত বর্জ্যের পানি পান করে স্থানীয় মো. ইলিয়াছ, মো. ইব্রাহীম ও নুর মোহাম্মদের ১৩টি মহিষের মারা যান। অভিযোগ উঠেছে, গতকাল শনিবার রাতে সিইউএফএল কারখানা কর্তৃপক্ষ কোনো ধরনের ঘোষণা ছাড়াই বিষাক্ত বর্জ্য খালে অবমুক্ত করে।

খবর পেয়ে স্থানীয়রা মৃত মহিষগুলো নিয়ে কারখানার মূল ফটকের সামনে নিয়ে যান। পরে ক্ষতিগ্রস্তরা সার কারখানায় এ ব্যাপারে অভিযোগ করেন। ২২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মহিষের মালিকেরা।

স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল ইসলাম বলেন, ‘সিইউএফএলের সার কারখানার বিষাক্ত বর্জ্যের পানি খেয়ে এলাকাবাসীর ১৩ মহিষ মারা গেছে। আমরা বিষয়টি সার কারখানা কর্তৃপক্ষকে অভিযোগ আকারে জানিয়েছি।’

এ ব্যাপারে জানতে চাইলে সিইউএফএল সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. আখতারুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছিল খালের পানি পান করে কয়েকটি মহিষের মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখতেছি।’

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে অবস্থান কর্মসূচিতে বসেছে ইনকিলাব মঞ্চ

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত