হোম > অপরাধ > চট্টগ্রাম

সোনাইমুড়ীতে নকল সফট ড্রিংক পাউডার তৈরি, ১ লাখ টাকা অর্থদণ্ড

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে অবৈধভাবে নকল সফট ড্রিংক পাউডার তৈরির অপরাধে ‘মিশন সফট ড্রিংক পাউডার’ নামে প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ বুধবার দুপুরে রমজানে বাজার তদারকি, নিয়ন্ত্রণ, নকল পণ্য ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের লক্ষ্যে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

জানা গেছে, রমজানে বাজার তদারকির অংশ হিসেবে সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বাংলাবাজারে ‘মিশন সফট ড্রিংক পাউডার’ নামে এক প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ওই প্রতিষ্ঠান কোনো প্রকার ল্যাব ও কেমিস্ট ছাড়া অবৈধভাবে সফট ড্রিংক পাউডার তৈরি করে আসছিল। 

অভিযানের সময় তাদের বিরুদ্ধে আনা অভিযোগটি প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিক মো. ফয়েজ আহমেদ চৌধুরীকে এই অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে তাঁকে সতর্ক করা হয়েছে। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়ামাত্রই ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া রমজানে বাজারমূল্য স্থিতিশীল রাখতে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে। 

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি