হোম > অপরাধ > চট্টগ্রাম

সোনাইমুড়ীতে নকল সফট ড্রিংক পাউডার তৈরি, ১ লাখ টাকা অর্থদণ্ড

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে অবৈধভাবে নকল সফট ড্রিংক পাউডার তৈরির অপরাধে ‘মিশন সফট ড্রিংক পাউডার’ নামে প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ বুধবার দুপুরে রমজানে বাজার তদারকি, নিয়ন্ত্রণ, নকল পণ্য ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের লক্ষ্যে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

জানা গেছে, রমজানে বাজার তদারকির অংশ হিসেবে সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বাংলাবাজারে ‘মিশন সফট ড্রিংক পাউডার’ নামে এক প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ওই প্রতিষ্ঠান কোনো প্রকার ল্যাব ও কেমিস্ট ছাড়া অবৈধভাবে সফট ড্রিংক পাউডার তৈরি করে আসছিল। 

অভিযানের সময় তাদের বিরুদ্ধে আনা অভিযোগটি প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিক মো. ফয়েজ আহমেদ চৌধুরীকে এই অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে তাঁকে সতর্ক করা হয়েছে। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়ামাত্রই ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া রমজানে বাজারমূল্য স্থিতিশীল রাখতে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে। 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল