কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ আব্দুল আমিন প্রকাশ জিসান (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
জানা গেছে, জিসান টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার মো. ইউনুসের ছেলে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম তাঁকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদরের নাজিরপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওসি আব্দুল হালিম জানান, গ্রেপ্তারের সময় তাঁর ব্যবহার করা কালো রঙের একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। রোববার তাঁকে আদালতে পাঠানো হবে।