হোম > অপরাধ > চট্টগ্রাম

ব্রাহ্মণপাড়ায় ১৯ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ 

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ১৯ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে উপজেলার চান্দলায় মাছের বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. মাসুম বিল্লাহ ও ফরিক চাঁন্দ। তাঁদের কাছ থেকে দুই হাজার করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে ব্রাহ্মণপাড়ার চান্দলায় মাছের বাজারে অভিযান চালানো হয়। এ সময় বাজারের দুই মাছ ব্যবসায়ীর কাছ থেকে বিক্রয় নিষিদ্ধ ১৯ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে। এসব মাছ মজুত ও বিক্রির দায়ে তাঁদের কাছ থেকে চার হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মাছগুলো স্থানীয় একটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করে ভ্রাম্যমাণ আদালত। 

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক বলেন, আফ্রিকান মাগুর মাছ আমাদের দেশে নিষিদ্ধ। এ প্রজাতির মাছ আমাদের দেশীয় মাছ, পোনা এবং পুকুরের অন্য সব জীব খেয়ে জীববৈচিত্র্য ধ্বংস করে। ফলে এ ধরনের মাছ আমাদের দেশে আমদানি, উৎপাদন ও বিক্রয় সম্পন্ন নিষিদ্ধ।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আসমা বলেন, ২০১৪ সালে বাংলাদেশ সরকার প্রোটেশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ রুল ১৯৮৫ এর সংশোধিত ধারায় আফ্রিকান মাগুর মাছের আমদানি, বিপণন ও উৎপাদন নিষিদ্ধ করা হয়। এ প্রজাতির নিষিদ্ধ মাছ উপজেলার চান্দলা বাজারে বিক্রির অপরাধে ওই দুই ব্যবসায়ীকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, এসব নিষিদ্ধ মাছ আমদানি, উৎপাদন ও বিক্রয় বন্ধ করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল