হোম > অপরাধ > চট্টগ্রাম

ব্রাহ্মণপাড়ায় ১৯ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ 

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ১৯ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে উপজেলার চান্দলায় মাছের বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. মাসুম বিল্লাহ ও ফরিক চাঁন্দ। তাঁদের কাছ থেকে দুই হাজার করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে ব্রাহ্মণপাড়ার চান্দলায় মাছের বাজারে অভিযান চালানো হয়। এ সময় বাজারের দুই মাছ ব্যবসায়ীর কাছ থেকে বিক্রয় নিষিদ্ধ ১৯ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে। এসব মাছ মজুত ও বিক্রির দায়ে তাঁদের কাছ থেকে চার হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মাছগুলো স্থানীয় একটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করে ভ্রাম্যমাণ আদালত। 

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক বলেন, আফ্রিকান মাগুর মাছ আমাদের দেশে নিষিদ্ধ। এ প্রজাতির মাছ আমাদের দেশীয় মাছ, পোনা এবং পুকুরের অন্য সব জীব খেয়ে জীববৈচিত্র্য ধ্বংস করে। ফলে এ ধরনের মাছ আমাদের দেশে আমদানি, উৎপাদন ও বিক্রয় সম্পন্ন নিষিদ্ধ।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আসমা বলেন, ২০১৪ সালে বাংলাদেশ সরকার প্রোটেশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ রুল ১৯৮৫ এর সংশোধিত ধারায় আফ্রিকান মাগুর মাছের আমদানি, বিপণন ও উৎপাদন নিষিদ্ধ করা হয়। এ প্রজাতির নিষিদ্ধ মাছ উপজেলার চান্দলা বাজারে বিক্রির অপরাধে ওই দুই ব্যবসায়ীকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, এসব নিষিদ্ধ মাছ আমদানি, উৎপাদন ও বিক্রয় বন্ধ করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ