হোম > অপরাধ > চট্টগ্রাম

নারীকে তুলে নিয়ে ‘সংঘবদ্ধ’ ধর্ষণ, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩ 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরের আদালত এলাকা থেকে নারীকে তুলে নিয়ে ‘সংঘবদ্ধ’ ধর্ষণ মামলার প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ শনিবার ভোররাতে জেলার ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন-ঈদগাঁও উপজেলার ইসলামপুরের বাসিন্দা মোহাম্মদ ফিরোজ ওরফে মোস্তাক ডাকাত, একই এলাকার মো. শরীফ ওরফে শরীফ কোম্পানী ও নুরুল ইসলাম। 

জানা যায়, গত ১৪ মার্চ শহরের আদালত চত্বর থেকে এক নারীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন আসামিরা। পরে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 

কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার বলেন, আজ ভোররাতে ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আস্তানা থেকে মাটি খুঁড়ে একটি বিদেশি পিস্তল ও ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

লে. কর্নেল আরও বলেন, গ্রেপ্তারকৃত ৩ জনের বিরুদ্ধে ধর্ষণ, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও বন দখলের একাধিক মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের পর ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়। 

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪