কুমিল্লা (চট্টগ্রাম): গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৭ আসামিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা ও চৌদ্দগ্রাম থানা-পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে আজ শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানান, কোতয়ালি মডেল থানা-পুলিশ সাত মাদক মামলার আসামি ও দুজন গ্রেপ্তারি পরোয়ানার আসামিকে জেলহাজতে পাঠিয়েছেন। তাদের সবার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
একই সঙ্গে, চৌদ্দগ্রাম থানা-পুলিশ দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি শাকিল, আব্দুল কাদেরসহ পাঁচ গ্রেপ্তারি পরোয়ানার আসামিকে জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-আবদুল রহিম, মো. মমিন মজুমদার, গিয়াস উদ্দিন লিটন, শরিফুল ইসলাম ও মোস্তফা মনিরুজ্জামান। তাদের সবার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।
কোতয়ালি মডেল থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতরা একাধিক মামলার আসামি। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধ দমনে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।