হোম > অপরাধ > চট্টগ্রাম

মিতুর বাবার করা মামলায় চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি ৬ মার্চ

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি শুনানি ৬ মার্চ। আজ মঙ্গলবার বাবুলের শ্বশুর সাবেক পুলিশ পরিদর্শক মোশারফ হোসেন তাঁর করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি দরখাস্তটি দাখিল করেন। 

চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হালিম মামলার কেস ডকেটসহ (সিডি) নারাজি শুনানির জন্য ৬ মার্চ দিন ঠিক করেন বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান। 

জানা যায়, ২০১৬ সালের ৫ জুন সকাল সোয়া ৭টায় নগরীর জিইসি মোড়ে মিতু খুন হন। তিনি ছেলেকে স্কুল বাসে তুলে দিতে জিইসির মোড় যাচ্ছিলেন। সে সময় মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত মিতুকে ঘিরে ধরে গুলি করে হত্যা করেন। এ ঘটনায় বাবুল আক্তার চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন। তাঁর মামলায় গত বছরের ১২ মে পিবিআই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়। সেদিন বাবুলের শ্বশুর মোশাররফ বাদী হয়ে পাঁচলাইশ থানায় বাবুলসহ ৮ জনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেন। 

পরে বাবুলের করা মামলায় চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে গত বছরের ১৪ অক্টোবর আদালতে নারাজি দেওয়া হয়। প্রতিবেদন গ্রহণ না করে আদালত ৩ নভেম্বর মামলাটি আবারও তদন্তের আদেশ দেন। অপরদিকে, বাবুলের শ্বশুরের করা মামলায় এ বছরের ২৫ জানুয়ারি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পিবিআই। 

বাদীর আইনজীবী আহসানুল হক হেনা আজকের পত্রিকাকে বলেন, পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা বাদীর বা ঘটনার প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা না বলে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন। তাই চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে বাদীর পক্ষে নারাজি দাখিল করেছি। 

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী