হোম > অপরাধ > চট্টগ্রাম

মিতুর বাবার করা মামলায় চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি ৬ মার্চ

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি শুনানি ৬ মার্চ। আজ মঙ্গলবার বাবুলের শ্বশুর সাবেক পুলিশ পরিদর্শক মোশারফ হোসেন তাঁর করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি দরখাস্তটি দাখিল করেন। 

চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হালিম মামলার কেস ডকেটসহ (সিডি) নারাজি শুনানির জন্য ৬ মার্চ দিন ঠিক করেন বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান। 

জানা যায়, ২০১৬ সালের ৫ জুন সকাল সোয়া ৭টায় নগরীর জিইসি মোড়ে মিতু খুন হন। তিনি ছেলেকে স্কুল বাসে তুলে দিতে জিইসির মোড় যাচ্ছিলেন। সে সময় মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত মিতুকে ঘিরে ধরে গুলি করে হত্যা করেন। এ ঘটনায় বাবুল আক্তার চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন। তাঁর মামলায় গত বছরের ১২ মে পিবিআই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়। সেদিন বাবুলের শ্বশুর মোশাররফ বাদী হয়ে পাঁচলাইশ থানায় বাবুলসহ ৮ জনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেন। 

পরে বাবুলের করা মামলায় চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে গত বছরের ১৪ অক্টোবর আদালতে নারাজি দেওয়া হয়। প্রতিবেদন গ্রহণ না করে আদালত ৩ নভেম্বর মামলাটি আবারও তদন্তের আদেশ দেন। অপরদিকে, বাবুলের শ্বশুরের করা মামলায় এ বছরের ২৫ জানুয়ারি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পিবিআই। 

বাদীর আইনজীবী আহসানুল হক হেনা আজকের পত্রিকাকে বলেন, পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা বাদীর বা ঘটনার প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা না বলে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন। তাই চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে বাদীর পক্ষে নারাজি দাখিল করেছি। 

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে অবস্থান কর্মসূচিতে বসেছে ইনকিলাব মঞ্চ

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত