হোম > অপরাধ > চট্টগ্রাম

কবিরহাটে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নে পারিবারিক কলহের জেরে লাইলি আক্তার রুপালি (১৯) নামের এক নববধূকে গলা কেটে হত্যা করেছেন তাঁর স্বামী ইউসুফ নবী রুবেল (২৬)। আজ রোববার সকালে পূর্ব সোনাদিয়া গ্রামের আবু তাহের বাবুল মেম্বারের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হত্যার কাজে ব্যবহৃত ছুরিসহ রুবেলকে আটক করে পুলিশের সোপর্দ করেছেন এলাকাবাসী। 

জানা যায়, লাইলি আক্তার রুপালি কবিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ফতেজঙ্গপুর গ্রামের চৌকিদার বাড়ির সিরাজ মিয়ার মেয়ে। আটক ইউসুফ নবী রুবেল পূর্ব সোনাদিয়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয় রুবেল-রুপালির। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে একাধিকবার ঝগড়া-বিবাধ হয়। এর জের ধরে গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে পুনরায় তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রুপালির হাত-পা ওড়না দিয়ে বেঁধে ফল কাটার ছুরি দিয়ে তাঁকে হত্যা করেন রুবেল। এ সময় পাশের ঘরে থাকা রুবেলের মা রুপালির চাপা শব্দ শুনে এগিয়ে এসে রক্তাক্ত মৃতদেহ দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এসে রুবেলকে আটক করেন। 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির স্বামীকে আটক করা হয়েছে এবং হত্যায় ব্যবহার করা ছুরি উদ্ধার করা হয়েছে। ঘটনায় নিহত ব্যক্তির বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুপালিকে হত্যার বিষয়টি রুবেল স্বীকার করেছেন। হত্যাকাণ্ডের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু একাই করেছেন বলে জানান রুবেল।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫