হোম > অপরাধ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে যুবলীগ নেতার চোখ উপড়ে দেওয়ার ঘটনায় এখনো গ্রেপ্তার হয়নি কেউ

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে চোখ উপড়ে দেওয়া যুবলীগ নেতা কামাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার ১৭ ঘণ্টা পার হলেও তাঁর অবস্থার উন্নতি হয়নি। এদিকে ঘটনায় জড়িতদের কাউকে পুলিশ গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর স্বজনেরা। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তাঁদের। 

আহত কামাল হোসেন সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। পাশাপাশি তিনি পোদ্দার বাজারে ফলের ব্যবসা করেন। 

আহত যুবলীগ নেতা কামাল হোসেনের ভাই ফরহাদ উদ্দিন বলেন, ‘কামাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। এখনো তার জ্ঞান ফেরেনি। পাশাপাশি ডান চোখ অন্ধ হয়ে গেছে। এখনো নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। এখনো শঙ্কামুক্ত নয়। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।’ 

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, জড়িতদের চিহ্নিত করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। যেকোনো সময় অপরাধীরা ধরা পড়বে। 

গতকাল সোমবার কামাল হোসেন ইফতারের পর বাড়ি থেকে পোদ্দার বাজারের দিকে যাচ্ছিলেন। নন্দীগ্রাম এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁকে এলোপাতাড়ি রড দিয়ে পিটিয়ে জখম করে। একপর্যায়ে রড দিয়ে খুঁচিয়ে তাঁর চোখ উপড়ে ফেলে পালিয়ে যায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কামাল হোসেনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। 

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, কামাল হোসেনকে সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর ডান চোখসহ মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নাক-মুখ ও চোখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, তিন সদস্য জিম্মি

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও