হোম > অপরাধ > চট্টগ্রাম

মহালছড়িতে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী

প্রতিনিধি, মহালছড়ি (খাগড়াছড়ি) 

মহালছড়িতে সেনা অভিযানে দুরছড়ি এলাকা থেকে বিরাজ মনি চাকমা (৩৮) নামে একজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে মহালছড়ি জোনের সেনাবাহিনী। আজ সোমবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে মহালছড়ি জোনের সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে।

 সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বিরাজ মনি চাকমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মূল সংগঠনে থেকে দীর্ঘদিন যাবৎ দুরছড়ি এলাকায় চাঁদাবাজি, হত্যা ও ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ছিল এবং ২০১৮ সালে তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা হত্যা মামলায় তিনি অন্যতম আসামি ছিলেন। বিরাজ মনি চাকমাকে গ্রেপ্তার করার পর তল্লাশি করে তাঁর কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড এ্যামোনিশন, চাঁদা সংগ্রহের রশিদ বই, মোবাইল ও ব্যক্তিগত ব্যাগ উদ্ধার করা হয়। তিনি রাঙামাটির নানিয়ারচর থানার এজাহারভুক্ত আসামি। নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান শেষে মহালছড়ি জোনে তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানান, বিরাজ মনি চাকমা নামে একজনকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ