হোম > অপরাধ > চট্টগ্রাম

মতলবে ছুরিকাঘাতে যুবক খুন, ভাগনে গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন হয়েছেন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির ভাগনেকে আটক করে পুলিশ সোপর্দ করে।

আজ শনিবার দুপুর ১টার দিকে উপজেলার চরমাছুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় মামলা হলে ভাগনেকে গ্রেপ্তার দেখানো হয়। 

নিহত মানিক হোসেন (২৪) একই গ্রামের পূর্বপাড়ার আরশাদ আলীর ছেলে। ভাগনে আরিফ হোসেন (২২) একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, মানিকের সঙ্গে আরিফের মা–বাবার পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই কথা-কাটাকাটি হতো। আজ মানিক মাছ ধরে দুপুর ১টার দিকে বাড়ি ফিরলে আরিফের বাবার সঙ্গে মানিকের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে আরিফ তাঁর মামাকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মানিককে দ্রুত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, এ ঘটনায় মানিক হোসেনের স্ত্রী বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। মামলায় আরিফকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি

কুমিল্লায় বাস ধর্মঘটে অচল গণপরিবহন, চরম দুর্ভোগে যাত্রীরা

কার্ডিকন চট্টগ্রাম-২০২৫: দেশীয় চিকিৎসার ওপর আস্থা তৈরির তাগিদ