হোম > অপরাধ > চট্টগ্রাম

মতলবে ছুরিকাঘাতে যুবক খুন, ভাগনে গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন হয়েছেন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির ভাগনেকে আটক করে পুলিশ সোপর্দ করে।

আজ শনিবার দুপুর ১টার দিকে উপজেলার চরমাছুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় মামলা হলে ভাগনেকে গ্রেপ্তার দেখানো হয়। 

নিহত মানিক হোসেন (২৪) একই গ্রামের পূর্বপাড়ার আরশাদ আলীর ছেলে। ভাগনে আরিফ হোসেন (২২) একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, মানিকের সঙ্গে আরিফের মা–বাবার পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই কথা-কাটাকাটি হতো। আজ মানিক মাছ ধরে দুপুর ১টার দিকে বাড়ি ফিরলে আরিফের বাবার সঙ্গে মানিকের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে আরিফ তাঁর মামাকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মানিককে দ্রুত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, এ ঘটনায় মানিক হোসেনের স্ত্রী বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। মামলায় আরিফকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড