হোম > অপরাধ > চট্টগ্রাম

ফটিকছড়িতে গার্মেন্টস কর্মীকে দল বেঁধে ধর্ষণ, গ্রেপ্তার-১

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে এক তরুণীকে (২১) দল বেঁধে ধর্ষণের অভিযোগে উঠেছে। গত সোমবার রাতে এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম আরিফ হোসেন (২৫)। তিনি উপজেলার দাঁতমারা ইউনিয়নের নতুন পাড়া এলাকার আবদুল হকের ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে ওই তরুণীর বিয়ে হয়। পরে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়া তাঁদের মধ্যে ছাড়াছাড়ি হয়। এরপর তিনি খাগড়াছড়ির জেলা পানছড়ি গ্রামে বাবার বাড়িতে চলে যান। পরে চট্টগ্রাম নগরের একটি গার্মেন্টসে চাকরি নেন। 
 
একপর্যায়ে ওই তরুণীর সঙ্গে ফটিকছড়ির দাঁতমারা ইউপির তাঁরাকো এলাকার জোছনা নামের এক নারীর সঙ্গে সখ্যতা হয়। গত সোমবার সন্ধ্যায় জোছনা তাঁকে ফুসলিয়ে পূর্ব সোনাই গ্রামে নিয়ে আসেন। রাতে পূর্ব সোনাই গ্রামের একটি রাবার বাগানে এনে আরিফসহ চার যুবক মিলে তাঁকে ধর্ষণ করেন। এ ঘটনায় রাতে ওই গার্মেন্টসকর্মী বাদী হয়ে থানায় মামলা করেন। এতে চারজনকে আসামি করা হয়। 
 
আসামিরা হলেন দাঁতমারা ইউপির নতুনপাড়ার মো. আব্দুল হকের ছেলে আরিফ হোসেন (২৫), পূর্ব সোনাই গ্রামের হুদা মিয়ার ছেলে নুর মিয়া (২৫), ২ নম্বর ওয়ার্ডের ফরিদ মিয়ার ছেলে মো. জাকির হোসেন (৩৫) ও কড়ই বাগান এলাকার মৃত মনা মিয়ার ছেলে জাকির হোসেন (২২)। অভিযুক্তদের মধ্যে পুলিশ আরিফকে গ্রেপ্তার করেছে। 

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আছহাব উদ্দিন বলেন, পুলিশ অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওই নারীকে মেডিকেল পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল