চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর চাটখিলে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কিশোরকে (১৭) গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
মামলায় জানা গেছে, গতকাল বুধবার বিকেল ভুক্তভোগী শিশু বাড়ির পাশে মক্তবে আরবি পড়তে যায়। এ সময় ওই কিশোর তাকে মক্তবের টয়লেটের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে মক্তবের হুজুর ওই শিশুকে কাঁদতে দেখে তাৎক্ষণিক অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে।
চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।