হোম > অপরাধ > চট্টগ্রাম

অন্ধকারে ওঁত পেতে থাকেন তাঁরা, পথচারী পেলে ছুরি দেখিয়ে সর্বস্ব লুট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ডে রমজান মাস ঘিরে অন্ধকারাচ্ছন্ন সড়কে ওঁত পেতে থাকেন তাঁরা। এ সময় নিউমার্কেটমুখী ঈদের কেনাকাটা করতে আসা কোনো পথচারী বা রিকশাযাত্রী পেলে সুযোগ বুঝে তাঁদের ছুরি দেখিয়ে টাকাপয়সা সব ছিনিয়ে নেন। এই ধরনের একটি চক্রের ছয় সদস্যকে ছুরিসহ গ্রেপ্তার করা হয়েছে। 

আজ মঙ্গলবার এসব তথ্য জানায় কোতোয়ালি থানা-পুলিশ। এর আগে সোমবার রাতে কোতোয়ালি থানাধীন পলোগ্রাউন্ড মাঠসংলগ্ন ফ্রান্সিস রোডের মুখে অন্ধকারাচ্ছন্ন জায়গা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার মুরাদনগর থানার মো. বাবলু (২৮) ও আল আমিন (২২), একই জেলার দাউদকান্দি থানার মো. দেলোয়ার হোসেন (২৬), চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মো. আরাফাত (২৫), নগরের বাকলিয়া ও চকবাজার থানা এলাকার আরমান হোসেন (২০) ও মো. সুরুজ (১৯)। 

পুলিশ বলছে, ওই দিন রাতেই কোতোয়ালি থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করে গ্রেপ্তার দেখানো হয়। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, আসামিরা রমজান মাস উপলক্ষে রাতের বেলায় নিউমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, স্টেশন রোড, বিআরটিসি, সিআরবি, পথচারী, স্টেশন রোড, রিয়াজউদ্দিন বাজারকেন্দ্রিক যাতায়াতকারী গাড়ি ও পথচারীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতির উদ্দেশ্যে ঘটনাস্থলে জড়ো হয়েছিলেন। জায়গাটি অন্ধকার ছিল। পুলিশের একটি টহল টিম গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ছয়টি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়। এ ছাড়া ঘটনার সময় দৌড়ে আরও ৬/৭ জন পালিয়ে যায়।

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা