হোম > অপরাধ > চট্টগ্রাম

অন্ধকারে ওঁত পেতে থাকেন তাঁরা, পথচারী পেলে ছুরি দেখিয়ে সর্বস্ব লুট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ডে রমজান মাস ঘিরে অন্ধকারাচ্ছন্ন সড়কে ওঁত পেতে থাকেন তাঁরা। এ সময় নিউমার্কেটমুখী ঈদের কেনাকাটা করতে আসা কোনো পথচারী বা রিকশাযাত্রী পেলে সুযোগ বুঝে তাঁদের ছুরি দেখিয়ে টাকাপয়সা সব ছিনিয়ে নেন। এই ধরনের একটি চক্রের ছয় সদস্যকে ছুরিসহ গ্রেপ্তার করা হয়েছে। 

আজ মঙ্গলবার এসব তথ্য জানায় কোতোয়ালি থানা-পুলিশ। এর আগে সোমবার রাতে কোতোয়ালি থানাধীন পলোগ্রাউন্ড মাঠসংলগ্ন ফ্রান্সিস রোডের মুখে অন্ধকারাচ্ছন্ন জায়গা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার মুরাদনগর থানার মো. বাবলু (২৮) ও আল আমিন (২২), একই জেলার দাউদকান্দি থানার মো. দেলোয়ার হোসেন (২৬), চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মো. আরাফাত (২৫), নগরের বাকলিয়া ও চকবাজার থানা এলাকার আরমান হোসেন (২০) ও মো. সুরুজ (১৯)। 

পুলিশ বলছে, ওই দিন রাতেই কোতোয়ালি থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করে গ্রেপ্তার দেখানো হয়। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, আসামিরা রমজান মাস উপলক্ষে রাতের বেলায় নিউমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, স্টেশন রোড, বিআরটিসি, সিআরবি, পথচারী, স্টেশন রোড, রিয়াজউদ্দিন বাজারকেন্দ্রিক যাতায়াতকারী গাড়ি ও পথচারীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতির উদ্দেশ্যে ঘটনাস্থলে জড়ো হয়েছিলেন। জায়গাটি অন্ধকার ছিল। পুলিশের একটি টহল টিম গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ছয়টি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়। এ ছাড়া ঘটনার সময় দৌড়ে আরও ৬/৭ জন পালিয়ে যায়।

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত