হোম > অপরাধ > চট্টগ্রাম

রামগড়ে পূর্বশত্রুতার জেরে শরীরে আগুন দিয়ে হত্যা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে পূর্বশত্রুতার জের ধরে চাইথোয়াই মারমা (৬২) নামে এক ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরফিন শরীফ পাটোয়ারি (২৫) নামে একজনকে আটক করেছেন পুলিশ। 

আটককৃত আরফিন শরীফ পাটোয়ারি রামগড় রেস্ট হাউসের কর্মচারী আবু আহাম্মদ মিয়ার ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় পূর্বশত্রুতার জের ধরে চাইথোয়াই মারমার মাথায় ইট দিয়ে আঘাত করেন আরেফীন শরীফ। তিনি ইটের আঘাতে অচেতন হয়ে পড়লে তাঁর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয়রা আগুন নিভিয়ে তাঁকে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নরেন চাইথোয়াই মারমাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে ডা. নরেন জানান, চাইথোয়াই মারমার শরীরে ৭০ শতাংশ অংশ পুড়ে গেছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়। 

নিহতের ছেলে অংশেউ মারমা বলেন, ঘাতক আরফিন শরীফ পাটোয়ারি আমাদের প্রতিবেশী। সম্প্রতি সে আমাদের ঘরে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় আমার বাবা থানায় অভিযোগ করেন। এতে সে ক্ষুব্ধ হয়ে আজ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। 

স্থানীয় কাউন্সিলর আহসান উল্যাহ বলেন, শরীফ একজন মাদকাসক্ত। এক মাস আগে তাঁকে বিয়ে করানো হলে তিন দিনের মাথায় সংসার ভেঙে যায়। তাঁর বিরুদ্ধে এলাকায় অনেক অভিযোগ রয়েছে। 

রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রায়হান উদ্দিন কাজেমী বলেন, ঘটনার পর আরফিন শরীফ পাটোয়ারিকে বাড়ি থেকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা সে স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। 

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১