হোম > অপরাধ > চট্টগ্রাম

রামগড়ে পূর্বশত্রুতার জেরে শরীরে আগুন দিয়ে হত্যা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে পূর্বশত্রুতার জের ধরে চাইথোয়াই মারমা (৬২) নামে এক ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরফিন শরীফ পাটোয়ারি (২৫) নামে একজনকে আটক করেছেন পুলিশ। 

আটককৃত আরফিন শরীফ পাটোয়ারি রামগড় রেস্ট হাউসের কর্মচারী আবু আহাম্মদ মিয়ার ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় পূর্বশত্রুতার জের ধরে চাইথোয়াই মারমার মাথায় ইট দিয়ে আঘাত করেন আরেফীন শরীফ। তিনি ইটের আঘাতে অচেতন হয়ে পড়লে তাঁর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয়রা আগুন নিভিয়ে তাঁকে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নরেন চাইথোয়াই মারমাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে ডা. নরেন জানান, চাইথোয়াই মারমার শরীরে ৭০ শতাংশ অংশ পুড়ে গেছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়। 

নিহতের ছেলে অংশেউ মারমা বলেন, ঘাতক আরফিন শরীফ পাটোয়ারি আমাদের প্রতিবেশী। সম্প্রতি সে আমাদের ঘরে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় আমার বাবা থানায় অভিযোগ করেন। এতে সে ক্ষুব্ধ হয়ে আজ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। 

স্থানীয় কাউন্সিলর আহসান উল্যাহ বলেন, শরীফ একজন মাদকাসক্ত। এক মাস আগে তাঁকে বিয়ে করানো হলে তিন দিনের মাথায় সংসার ভেঙে যায়। তাঁর বিরুদ্ধে এলাকায় অনেক অভিযোগ রয়েছে। 

রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রায়হান উদ্দিন কাজেমী বলেন, ঘটনার পর আরফিন শরীফ পাটোয়ারিকে বাড়ি থেকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা সে স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল