নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের প্রত্যন্ত এলাকা চরবালুয়া গ্রামে একটি খামারে অগ্নিকাণ্ডে আগুনে অর্ধশতাধিক ভেড়া ও ছাগল পুড়ে অঙ্গার হয়ে গেছে।
গতকাল রোববার রাত সাড়ে ৮টায় ওই গ্রামের জামশেদের বাড়ি সংলগ্ন খামারে এ ঘটনা ঘটে। শত্রুতা করে কেউ আগুন দিয়েছে বলে অভিযোগ করছেন খামার মালিক।
আগুনে ওই খামারে থাকা অন্তত ৬৫টি ভেড়া ও ছয়টি ছাগল পুড়ে মারা গেছে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামার মালিক জামশেদ উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে জামশেদের খামারে আগুন জ্বলতে দেখেতে পান স্থানীয়রা। মসজিদের মাইকে ঘোষণা করলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণের আগেই জীবন্ত ৬৫টি ভেড়া ও ৬টি ছাগল পুড়ে ছাই হয়ে যায়। খামারটি উপজেলা সদর থেকে বেশ দূরে প্রত্যন্ত এলাকায় হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানো প্রায় অসম্ভব।
ক্ষতিগ্রস্ত খামারের মালিক মো. জামশেদ উদ্দিন অভিযোগ করে বলেন, একটি জায়গা কেনাকে কেন্দ্র করে স্থানীয় আবদুল হামিদ মেস্ত্রী নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিভিন্ন সময় জামশেদ ও তাঁর পরিবারের লোকজনকে হুমকি দিতেন তিনি। এর জেরেই রোববার রাতে খামারের ভেতরে কেউ না থাকার সুযোগে পেট্রল ঢেলে ধরিয়ে দেয় হামিদ মিস্ত্রির লোকজন।
অভিযোগের বিষয়ে জানতে আবদুল হামিদ মেস্ত্রীর ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ দিতে বলা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।