হোম > অপরাধ > চট্টগ্রাম

মাকে গুলি করে হত্যা মামলায় ছেলে গ্রেপ্তার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

মাকে গুলি করে হত্যার ঘটনায় ছেলে মাঈনুদ্দীন মো. মাঈনুকে (২৯) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭ চট্টগ্রামের একটি অভিযানকারী দল। আজ বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৭ সূত্রে জানা গেছে, আজ র‍্যাব-৭ চট্টগ্রামের একটি অভিযানকারী দল অভিযুক্ত মাঈনুকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁর কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি অস্ত্র জব্দ করা হয়েছে। 
 
এ বিষয়ে র‍্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ বলেন, অভিযুক্ত মাঈনুকে কখন, কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে তা দুপুর ১টার সময় চট্টগ্রামের চান্দগাঁও র‍্যাব-৭-এর সংবাদ সম্মেলনে জানানো হবে। 

উল্লেখ্য, আসামির বাবা সামশুল আলম মাস্টার মারা যাওয়ার পর থেকে সম্পত্তি ও ব্যাংকে জমাকৃত টাকা নিয়ে মা জেসমিন আকতার, ছেলে মাঈনুদ্দীন মো. মাঈনু ও বোন শায়লা শারমিন নিপার মধ্যে ঝামেলা শুরু হয়। অন্যদিকে মাঈনু দুই মাস আগে পরিবারকে না জানিয়ে বিয়ে করেন। এ নিয়েও মা ও বোনের সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হয়। এরই জেরে গত মঙ্গলবার মাকে গুলি করে পালিয়ে যান তিনি। গুরুতর আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জেসমিন আকতারকে মৃত ঘোষণা করেন। 

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু