হোম > সারা দেশ > নোয়াখালী

চাঁদা না পেয়ে সন্দ্বীপে ভেকুচালককে গুলি

নোয়াখালী প্রতিনিধি

চাঁদা না পেয়ে চট্টগ্রামের সন্দ্বীপে মো. হোসেন (৩৮) নামে এক ভেকুচালককে (খননযন্ত্র) গুলি করার অভিযোগ উঠেছে। আহত হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে সন্দ্বীপের খায়ের মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। 

গুলিবিদ্ধ মো. হোসেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়নের উড়িরচর ৬ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদীনের ছেলে। জায়গাটি চট্টগ্রামের সন্দ্বীপের পাশেই। 

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, হোসেন তাঁর ভেকু (খননযন্ত্র) দিয়ে বিভিন্ন স্থানে মাটি কাটার কাজ করতেন। কয়েক দিন আগে সন্দ্বীপের রাহাত বাহিনীর প্রধান মো. রাহাত ও তাঁর সহযোগী সাদ্দাম ভেকুচালক হোসেনের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সোমবার রাতে এ নিয়ে হোসেনের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে হোসেনের দুই পায়ে গুলি করেন রাহাত বাহিনীর সদস্যরা। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ হোসেনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। 

কোম্পানীগঞ্জ থানার ওসি প্রণব চৌধুরী বলেন, ঘটনাস্থল সন্দ্বীপ এলাকায়। ভেকুচালক হোসেনকে রাহাত বাহিনীর লোকজন গুলি করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু