হোম > অপরাধ > চট্টগ্রাম

টেকনাফে ১ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ করল বিজিবি 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ১ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ করেছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়া নাফ নদীর পাড়ে এ অভিযান চালানো হয়।

২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিয়ানমার থেকে মাদকের একটি চালান বাংলাদেশে ঢোকার খবর পেয়ে অভিযানে যায় বিজিবি। এ সময় সদর ইউনিয়নের নাজিরপাড়া বিওপি’র সদস্যরা গফুরের চিংড়ি প্রজেক্ট এলাকায় কেওড়া বাগানে কৌশলগতভাবে অবস্থান করছিলেন। ভোরে চার ব্যক্তি একটি কাঠের নৌকা করে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখেন বিজিবি সদস্যরা। একপর্যায়ে মাদক কারবারিরা নৌকা থেকে লাফ দিয়ে পাশের কেওড়া বাগানের ভেতর হয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে টহলদল নৌকার পাটাতনের নিচে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা চারটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে এক লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ করে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট