হোম > অপরাধ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে ইউপি সদস্যকে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদীতে ইউপি সদস্য ওমর ফারুককে হত্যা মামলায় মো. আমিন (৩৭) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজুল হক এ রায় দেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমিন সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের শ্যামগঞ্জ গ্রামের বশির উল্যার ছেলে। রায় ঘোষণাকালে আদালতে উপস্থিত ছিলেন তিনি। 

মৃত ওমর ফারুক সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি ওই ইউনিয়নে আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। 

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩১ মার্চ রাত সোয়া ১০টার দিকে শ্যামগঞ্জের পাটওয়ারী হাটবাজার থেকে বাড়ি ফেরার পথে ইউপি সদস্য ওমর ফারুককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন আমির হোসেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে নোয়াখালীর হাসপাতালে নিয়ে গেলে ওই দিন রাত দেড়টার দিকে মারা যান তিনি। এ ঘটনায় ১ এপ্রিল ওমর ফারুকের স্ত্রী আমেনা খাতুন বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় পুলিশ মো. আমিনকে গ্রেপ্তার করেছে। 

পরবর্তী সময়ে ২০১৮ সালের ১১ মে আদালতে হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করেন সদর থানার উপপরিদর্শক (এসআই) শামসুল আরেফিন। তদন্ত প্রতিবেদনে মামলার তৃতীয় আসামি মো. আমিনকে একক অভিযুক্ত করে এবং বাকি আসামিদের ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয় মর্মে উল্লেখ করেন তিনি। 

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা মেম্বার ওমর ফারুককে হত্যা করেছেন। পুলিশ আমিন নামে একজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। আদালতের বিচারক পুলিশের তদন্ত প্রতিবেদন এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামি আমিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। 

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের