হোম > অপরাধ > চট্টগ্রাম

বেগমগঞ্জে রিয়ালের লোভ দেখিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩  

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সৌদির রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রা বেশি দামে বিক্রি হবে বলে প্রতারণার দায়ে তিনজনকে গ্রেপ্তার করছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাঁদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে। এর আগে গতকাল বুধবার রাতে এখলাশপুর ইউনিয়নের চৌমুহনী-মাইজদী সড়কের টিভি সেন্টারের পার্শ্ববর্তী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন গোপালগঞ্জের মুকসুদপুর থানার নয়াদীঘির পাড় গ্রামের ফজলুল হকের ছেলে টুটুল (৪৪), একই জেলার তরসিরামপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. ফারুক মিয়া (৪৮) ও সারাজান গ্রামের মো. সবুজ (২৮)। 

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে প্রতারক চক্রটি সৌদি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রা বেশি দামে বিক্রি হবে এই লোভ দেখিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। বিভিন্ন সময়ে সাধারণ মানুষের কাছ থেকে তাঁরা লাখ লাখ টাকাও হাতিয়ে নিয়েছেন। এমন অভিযোগের ভিত্তিতে গত কয়েক দিন ধরে আসামিদের ওপর নজর রাখা হয়। পরে গতকাল রাতে তাঁদের গতিবিধি ও অবস্থান নিশ্চিত হয়ে টিভি সেন্টার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আসামি তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে সৌদি রিয়ালের ১০০ টাকার তিনটি নোট জব্দ করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাঁদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি