হোম > অপরাধ > চট্টগ্রাম

প্রবাসীর স্ত্রীকে অচেতন করে আপত্তিকর ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে (৩২) অচেতন করে আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে। 

আজ সোমবার সকালে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল রোববার মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, উপজেলার কড়িহাটি গ্রামের মোতাহের হোসেন স্বপন (৩৮) ও একই গ্রামের মিজানুর রহমান টিপু (২৯)। 

থানা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট দুই আসামিরা কৌশলে গৃহবধূর রান্না ঘরে থাকা দুধের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেন। প্রতিদিনের ন্যায় গৃহবধূ তার সন্তানদের নিয়া রাতের খাবার দাওয়ার শেষে রান্না ঘর থেকে দুধ পান করে তার ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটের দিকে আসামিরা গৃহবধূর কক্ষে ঢুকে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন। এ সময় টের পেলে স্বপন গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে গৃহবধূর চিৎকারে দুই আসামি পালিয়ে যান। 

পরবর্তীতে ওই গৃহবধূর মোবাইলে আসামি টিপু মোবাইলে আপত্তিকর ছবি পাঠিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে ছবি ও ভিডিও গৃহবধূর প্রবাসী স্বামীর কাছে পাঠানোসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ ছাড়া অনৈতিক প্রস্তাবসহ বিভিন্ন ধরনের হুমকি দেন তাঁরা। 

এ বিষয়ে চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রোববার রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে দুজনকে আসামি করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। অভিযোগ পেয়ে গতকাল রাতেই দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। আজ সোমবার সকালে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। 

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম