হোম > অপরাধ > বরিশাল

বরিশাল মেডিকেল কলেজ: র‍্যাগিংয়ের বিচার দাবিতে বাম জোটের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) ছাত্রী হলে র‍্যাগিংয়ের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট। ভবিষ্যতে র‍্যাগিং প্রতিরোধ ও গণতান্ত্রিক ক্যাম্পাস নিশ্চিত করার দাবিতে শেবাচিমের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. জি এম নাজিমুল হকের কাছে আজ বৃহস্পতিবার দুপুরে স্মারকলিপি দেন সংগঠনটির বরিশাল জেলার নেতারা।

এ সময় বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার সমন্বয়কারী অধ্যাপক দুলাল মজুমদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী, বিপ্লবী কমিউনিস্ট লীগ মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজিজ খোকনসহ বাম জোটের নেতারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে শেবাচিমের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. জি এম নাজিমুল হক আজকের পত্রিকাকে বলেন, বাম সংগঠনের নেতৃবৃন্দ তাঁর কাছে স্মারকলিপি দিয়েছেন। তিনি তাঁদের বলেছেন, র‌্যাগিংয়ের বিষয়ে তদন্ত চলছে। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেবেন। ত‌বে স্মারক‌লি‌পি‌তে কী আছে ব্যস্ততার কারণে দে‌খতে পারেননি।

প্রসঙ্গত, গত ২৩ আগস্ট রাতে শেবাচিমের এক ছাত্রীকে র‍্যাগিং করে ছাত্রলীগের কয়েকজন ছাত্রী। এ ঘটনায় ওই ছাত্রীর অভিভাবকেরা গত ২৬ আগস্ট লিখিত অভিযোগ দিতে কলেজে গেলে সেখানে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলা করেন দুই চিকিৎসক। কলেজ কর্তৃপক্ষ র‍্যাগিংয়ের ঘটনায় একটি তদন্ত কমিটি করলেও এর প্রধান করা হয়েছে অভিযুক্ত শিক্ষক প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. প্রবীর কুমার সাহাকে।

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা

২৫ ঘণ্টায় ২২ লাখ টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ

দুমকীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০

নির্বাচনে আর্থিক সহযোগিতা চেয়ে ব্যারিস্টার ফুয়াদের ভিডিও পোস্ট