হোম > অপরাধ > বরিশাল

মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীতে এক মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক যুবককে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে ফকিরবাড়ি রোডের এক বাসা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার রাব্বি শিকদার নগরের দক্ষিণ জাগুয়া এলাকার বাসিন্দা এবং সদর রোডস্থ ফেয়ার ডেন্টাল কেয়ার হসপিটালের চিকিৎসক তানভিরুল ইসলাম ওয়ালীর সহযোগী। 

পুলিশ জানায়, আগামী ১০ ও ১১ নভেম্বর পশ্চিম কাউনিয়া আব্দুল্লাহ দারুল কুরআন বহুমুখী মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ের বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। ওই মাহফিলের চাঁদা উত্তোলনের জন্য রাত সাড়ে নয়টার দিকে ফেয়ার ডেন্টাল কেয়ার হসপিটালে যান মাদ্রাসার দুই ছাত্র। 

এ সময় চাঁদা দেওয়ার কথা বলে রাব্বি শিকদার এক ছাত্রকে (১৬) ধর্ষণ করেন। অন্য ছাত্রকেও (১৭) ধর্ষণের চেষ্টা করলে বিষয়টি জানাজানি হয়। পুলিশ ঘটনাস্থলে আসার আগে রাব্বি শিকদার পালিয়ে যায়। রাত ১টার দিকে অভিযান চালিয়ে তানভিরুল ইসলাম ওয়ালির বাসা থেকে রাব্বিকে গ্রেপ্তার করা হয়। 

এ ঘটনায় মাদ্রাসার পরিচালক জহিরুল ইসলাম সিদ্দিকী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিম ওই ছাত্রকে পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ