হোম > অপরাধ > বরিশাল

বিধবার ঘরে আগুন, দুই জা গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি

জমি নিয়ে বিরোধের জেরে বিধবা মাকসুদা বেগমের বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাকসুদা বেগমের দুই জাকে (স্বামীর ভাইয়ের স্ত্রী) রাজিয়া বেগম (৩৫) ও জাহানারা বেগমকে (৪০) পুলিশ গ্রেপ্তার করেছে। 

বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া গ্রামে গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। 

বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান জানান, রহস্যজনক অগ্নিকাণ্ডে মাকসুদা বেগমের বসতঘর ভস্মীভূত হয়। এতে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে বুধবার রাতে আটক করা হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় আগের একটি সালিশি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা হবে। গ্রেপ্তার দুই নারী মাকসুদা বেগমের সম্পর্কে জা হন। তাঁরা একই বাড়ির বাসিন্দা। 

মাকসুদা বেগম জানান, স্বামীর মৃত্যুর পর তিনি দুই মেয়ে নিয়ে স্বামীর ভিটা আঁকড়ে আছেন। তাঁকে উৎখাতের জন্য ষড়যন্ত্র করছেন স্বামীর দুই ভাই আমির হোসেন ও দেলোয়ার হোসেন। সম্প্রতি মাকসুদার বসতঘর ঘেঁষে দেয়াল নির্মাণকাজ শুরু করেন দেলোয়ার হোসেন। এতে বাধা দেন মাকসুদা। তিনি আদালতে নালিশি মামলা করলে আদালত দেয়াল নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দেন। বুধবার সকালে বাবুগঞ্জ পুলিশ আদালতের নির্দেশ কার্যকর করতে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়। 

কেদারপুর ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বর) আরিফ মাহমুদ খান বলেন, আদালতে নালিশি মামলা দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে ঝগড়া চলছিল। তিনি সালিস করার জন্য উভয় পক্ষকে তাঁর বাসায় আসতে বলেন। বুধবার সন্ধ্যায় আমির হোসেন ও দেলোয়ার হোসেন সালিসে না এসে স্ত্রীদের পাঠান। স্ত্রী রাজিয়া ও জাহানারা তাঁর (মেম্বর) বাড়িতে এসে মাকসুদা বেগমের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হলে সালিস করতে ব্যর্থ হন মেম্বর আরিফ মাহমুদ। 

মেম্বর বলেন, রাজিয়া ও জাহানারা চলে যাওয়ার পর পৌনে ৮টার দিকে রহস্যজনকভাবে আগুন লেগে মাকসুদার বসতঘর পুড়ে যায়। তখন মাকসুদা তার (মেম্বর) বাড়িতে অবস্থান করছিলেন। 

সহকারী পুলিশ কমিশনার (সার্কেল) সুদীপ্ত সরকার বলেন, বিধবা মাকসুদা বেগমের ঘরে অগ্নিসংযোগের পর তিনি রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে অগ্নিসংযোগ করার প্রমাণ পাওয়া যায়। এতে জড়িত থাকার অভিযোগে দুই নারীকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি