হোম > অপরাধ > বরিশাল

স্বামীর পরকীয়া ঠেকাতে পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদিতে বঁটি দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে গৃহবধূ রানী বেগমের বিরুদ্ধে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

উপজেলার পৌরসভার তেরচর গ্রামের আল-আমিন চৌকিদারের স্ত্রী ধারালো বঁটি দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন। আহত আল-আমিনকে মুলাদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে রানী বেগম তাঁর বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন।

স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে আল-আমিন চৌকিদারের পরকীয়া প্রেমের জেরে স্ত্রীর সঙ্গে ঝগড়া চলছিল। গতকাল দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আল-আমিনের স্ত্রী রান্নাঘর থেকে বঁটি নিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন। তাঁর চিৎকারে প্রতিবেশীরা এসে উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন। 
 
রানী বেগম বলেন, আল-আমিন একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা ব্যর্থ হওয়ায় এই কাজ করেছেন তিনি।

মুলাদী হাসপাতালের চিকিৎসক কাজী মঈনুল হোসেন বলেন, আহত ব্যক্তির অঙ্গ সেলাই দিয়ে জোড়া লাগানোর চেষ্টা চলছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে, ওই ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। আহত ব্যক্তির অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন