হোম > অপরাধ > বরিশাল

প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৯৯৯-এ কলের পর উদ্ধার

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক সৌদিপ্রবাসীর স্ত্রী। পরে ওই গৃহবধূ জাতীয় কল সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলার পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গতকাল বুধবার রাতে মঠবাড়িয়া থানায় ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করের। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেন। এর আগে গত মঙ্গলবার মঠবাড়িয়ার শহরে ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের নজরুল মাস্টারের ছেলে রবিউল ইসলাম (১৯), উত্তর মিঠাখালী গ্রামের সোহরাব ফরাজীর ছেলে ইলিয়াস ফরাজী (২৭) ও একই গ্রামের জাকির হোসেন তালুকদারের ছেলে রাজু তালুকদার (১৮)।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই গৃহবধূ এক সন্তানসহ শহরের একটি ভাড়া বাসায় বসবাস করেন। গত মঙ্গলবার বিকেলে শহরের একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে যান। প্রশিক্ষণ শেষে সন্তান ও বোনের মেয়েকে নিয়ে একটি অটোরিকশা বাসার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু অটোচালক ওই গৃহবধূকে তাঁর গন্তব্যস্থানে না নামিয়ে আসামিদের যোগসাজশে মঠবাড়িয়া একটি বাড়ির সামনে গিয়ে গাড়ি থামান।

পরে সেখান থেকে আসামিরা ওই গৃহবধূর মুখ চেপে ওই বাড়ির বারান্দায় নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ সময় তিনি চিৎকারে করলে আসামিরা উচ্চ আওয়াজে সাউন্ড বক্সে গান বাজায় এবং ধর্ষণের চিত্র ভিডিও করে। পরে বখাটেরা চলে গেলে প্রবাসীর স্ত্রী ৯৯৯ এ কল দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, ৯৯৯ কল পেয়ে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর