হোম > অপরাধ > বরিশাল

প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৯৯৯-এ কলের পর উদ্ধার

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক সৌদিপ্রবাসীর স্ত্রী। পরে ওই গৃহবধূ জাতীয় কল সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলার পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গতকাল বুধবার রাতে মঠবাড়িয়া থানায় ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করের। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেন। এর আগে গত মঙ্গলবার মঠবাড়িয়ার শহরে ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের নজরুল মাস্টারের ছেলে রবিউল ইসলাম (১৯), উত্তর মিঠাখালী গ্রামের সোহরাব ফরাজীর ছেলে ইলিয়াস ফরাজী (২৭) ও একই গ্রামের জাকির হোসেন তালুকদারের ছেলে রাজু তালুকদার (১৮)।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই গৃহবধূ এক সন্তানসহ শহরের একটি ভাড়া বাসায় বসবাস করেন। গত মঙ্গলবার বিকেলে শহরের একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে যান। প্রশিক্ষণ শেষে সন্তান ও বোনের মেয়েকে নিয়ে একটি অটোরিকশা বাসার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু অটোচালক ওই গৃহবধূকে তাঁর গন্তব্যস্থানে না নামিয়ে আসামিদের যোগসাজশে মঠবাড়িয়া একটি বাড়ির সামনে গিয়ে গাড়ি থামান।

পরে সেখান থেকে আসামিরা ওই গৃহবধূর মুখ চেপে ওই বাড়ির বারান্দায় নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ সময় তিনি চিৎকারে করলে আসামিরা উচ্চ আওয়াজে সাউন্ড বক্সে গান বাজায় এবং ধর্ষণের চিত্র ভিডিও করে। পরে বখাটেরা চলে গেলে প্রবাসীর স্ত্রী ৯৯৯ এ কল দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, ৯৯৯ কল পেয়ে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প