হোম > অপরাধ > বরিশাল

বরিশাল বিমানবন্দরে মাদকসহ ইউপি চেয়ারম্যান আটক

বরিশাল প্রতিনিধি

বরিশাল বিমানবন্দরে মাদকসহ ধরাপড়া এক ইউপি চেয়ারম্যানকে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। আজ সোমবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামীম আহমেদ তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আবু সাঈদ খান নামে ওই ব্যক্তি হচ্ছেন ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 

মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ওসি কমলেশ চন্দ্র হালদার সাংবাদিকদের বলেন, বরিশাল বিমানবন্দর ব্যবস্থাপক রোববার রাতে লিখিত অভিযোগসহ চেয়ারম্যান আবু সাঈদ খানকে থানা-পুলিশে সোপর্দ করেন। অভিযোগটি মামলা হিসেবে রুজু করে আজ তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। 
 
ওসি জানান, বিমানবন্দর ব্যবস্থাপক মো. আব্দুর রহিম তালুকদারের অভিযোগে উল্লেখ করেন, রোববার বিকেলে বরিশাল থেকে ঢাকাগামী নভো এয়ার বিমানের যাত্রী ছিলেন আবু সাঈদ খান। বিমানবন্দরের চেকিং গেট অতিক্রম করার সময় স্ক্যানার মেশিনের পরীক্ষার মাধ্যমে আবু সাঈদ খানের ব্যাগে লাইটার দেখতে পাওয়া যায়। এ সময় তাঁকে লাইটারটি বের করতে বললে তিনি নেই বলে জানান। তারপর ব্যাগটি আবার মেশিনে দেওয়া হলে লাইটারের থাকার বিষয় নিশ্চিত হয় বিমানবন্দর কর্তৃপক্ষ। 

পরে চেয়ারম্যান আবু সাঈদ খান ব্যাগ থেকে একটি সিগারেটের প্যাকেট বের করেন, যার মধ্যে লাইটারটি ছিল। লাইটার দেওয়ার সময় নিরাপত্তাকর্মীরা দেখতে পান সিগারেটের প্যাকেটের মধ্যে কালো কার্বনে মোড়ানো কিছু একটা আছে। একপর্যায়ে চেয়ারম্যান সাঈদ বস্তুটি বের করে খেয়ে ফেলেন। পরে জিজ্ঞাসাবাদে তিনি বিমানবন্দর নিরাপত্তাকর্মীদের কাছে স্বীকার করেন সেগুলো ইয়াবা ছিল। 

বিমানবন্দর ব্যবস্থাপক পরে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে চেয়ারম্যান সাঈদ খানের বিরুদ্ধে মাদকসহ বিমানে ওঠার চেষ্টা ও আলামত নষ্টের লিখিত অভিযোগ দিয়ে তাঁকে পুলিশে সোপর্দ করেন। 

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার