হোম > অপরাধ > বরিশাল

বরিশাল বিমানবন্দরে মাদকসহ ইউপি চেয়ারম্যান আটক

বরিশাল প্রতিনিধি

বরিশাল বিমানবন্দরে মাদকসহ ধরাপড়া এক ইউপি চেয়ারম্যানকে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। আজ সোমবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামীম আহমেদ তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আবু সাঈদ খান নামে ওই ব্যক্তি হচ্ছেন ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 

মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ওসি কমলেশ চন্দ্র হালদার সাংবাদিকদের বলেন, বরিশাল বিমানবন্দর ব্যবস্থাপক রোববার রাতে লিখিত অভিযোগসহ চেয়ারম্যান আবু সাঈদ খানকে থানা-পুলিশে সোপর্দ করেন। অভিযোগটি মামলা হিসেবে রুজু করে আজ তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। 
 
ওসি জানান, বিমানবন্দর ব্যবস্থাপক মো. আব্দুর রহিম তালুকদারের অভিযোগে উল্লেখ করেন, রোববার বিকেলে বরিশাল থেকে ঢাকাগামী নভো এয়ার বিমানের যাত্রী ছিলেন আবু সাঈদ খান। বিমানবন্দরের চেকিং গেট অতিক্রম করার সময় স্ক্যানার মেশিনের পরীক্ষার মাধ্যমে আবু সাঈদ খানের ব্যাগে লাইটার দেখতে পাওয়া যায়। এ সময় তাঁকে লাইটারটি বের করতে বললে তিনি নেই বলে জানান। তারপর ব্যাগটি আবার মেশিনে দেওয়া হলে লাইটারের থাকার বিষয় নিশ্চিত হয় বিমানবন্দর কর্তৃপক্ষ। 

পরে চেয়ারম্যান আবু সাঈদ খান ব্যাগ থেকে একটি সিগারেটের প্যাকেট বের করেন, যার মধ্যে লাইটারটি ছিল। লাইটার দেওয়ার সময় নিরাপত্তাকর্মীরা দেখতে পান সিগারেটের প্যাকেটের মধ্যে কালো কার্বনে মোড়ানো কিছু একটা আছে। একপর্যায়ে চেয়ারম্যান সাঈদ বস্তুটি বের করে খেয়ে ফেলেন। পরে জিজ্ঞাসাবাদে তিনি বিমানবন্দর নিরাপত্তাকর্মীদের কাছে স্বীকার করেন সেগুলো ইয়াবা ছিল। 

বিমানবন্দর ব্যবস্থাপক পরে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে চেয়ারম্যান সাঈদ খানের বিরুদ্ধে মাদকসহ বিমানে ওঠার চেষ্টা ও আলামত নষ্টের লিখিত অভিযোগ দিয়ে তাঁকে পুলিশে সোপর্দ করেন। 

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন