হোম > অপরাধ > বরিশাল

গৃহবধূর মাথার চুল কেটে নির্যাতনের অভিযোগ শাশুড়ির ও জার বিরুদ্ধে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

রাতের আঁধারে ঘুমন্ত গৃহবধূর মাথার চুল কেটে নির্যাতনের অভিযোগ উঠেছে শাশুড়ি ও তাঁর জায়ের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাতে জেলার গৌরনদী উপজেলার বার্থী গ্রামের ঘটনাটি ঘটে।

নির্যাতিতা গৃহবধূ জানান, ২০২০ সালের ২৭ জুন বার্থী গ্রামের মৃত খসরু মাঝির পুত্র বাপ্পির মাঝি (২২) তাঁকে বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ ঘটনায় সে অন্তঃসত্ত্বা হয়ে পরলে বাপ্পি মাঝির বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলা থেকে রেহাই পেতে পাঁচ লাখ টাকা দেনমোহরের বিনিময়ে বাপ্পির সঙ্গে তাঁর বিয়ে হয়। এরই মধ্যে ওই গৃহবধূর একটি ছেলে হয়। পরে শিশু সন্তান নিয়ে বাপ্পি মাঝির বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। 

ওই গৃহবধূ আরও জানান, স্বামীর বাড়িতে অবস্থান করার বিষয়টি শাশুড়ি ঝর্না  বেগম ও জা মিমি আক্তার কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। তারই ধারাবাহিকতায় তাঁরা ওই ভুক্তভোগী গৃহবধূকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। 

ওই গৃহবধূ জানান, গতকাল মঙ্গলবার রাতে একই বসতঘরের আলাদা রুমে তিনি ঘুমিয়ে পড়েন। ওই রাতে ঘুমন্ত অবস্থায় শাশুড়ি ঝর্না বেগম এবং জা মিমি আক্তার তাঁর পুরো মাথার চুল ছোট করে কেটে দেয়। এ ঘটনার পর থেকে তাঁর স্বামী বাপ্পী মাঝিও পলাতক রয়েছে। এ ঘটনার পর ওই গৃহবধূ বার্থী ইউনিয়নের গাইনেরপাড় এলাকায় মামা বাড়িতে আশ্রিত রয়েছেন বলেও উল্লেখ করেন। 

তবে ওই গৃহবধূর শাশুড়ি ঝর্না বেগম ও জা মিমি আক্তার তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। 

গৌরনদী মডেল থানার কর্মকর্তা ওসি আফজাল হোসেন জানান, বিষয়টি আমার অবগত নেই। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।     

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি