হোম > অপরাধ > বরিশাল

গৃহবধূর মাথার চুল কেটে নির্যাতনের অভিযোগ শাশুড়ির ও জার বিরুদ্ধে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

রাতের আঁধারে ঘুমন্ত গৃহবধূর মাথার চুল কেটে নির্যাতনের অভিযোগ উঠেছে শাশুড়ি ও তাঁর জায়ের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাতে জেলার গৌরনদী উপজেলার বার্থী গ্রামের ঘটনাটি ঘটে।

নির্যাতিতা গৃহবধূ জানান, ২০২০ সালের ২৭ জুন বার্থী গ্রামের মৃত খসরু মাঝির পুত্র বাপ্পির মাঝি (২২) তাঁকে বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ ঘটনায় সে অন্তঃসত্ত্বা হয়ে পরলে বাপ্পি মাঝির বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলা থেকে রেহাই পেতে পাঁচ লাখ টাকা দেনমোহরের বিনিময়ে বাপ্পির সঙ্গে তাঁর বিয়ে হয়। এরই মধ্যে ওই গৃহবধূর একটি ছেলে হয়। পরে শিশু সন্তান নিয়ে বাপ্পি মাঝির বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। 

ওই গৃহবধূ আরও জানান, স্বামীর বাড়িতে অবস্থান করার বিষয়টি শাশুড়ি ঝর্না  বেগম ও জা মিমি আক্তার কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। তারই ধারাবাহিকতায় তাঁরা ওই ভুক্তভোগী গৃহবধূকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। 

ওই গৃহবধূ জানান, গতকাল মঙ্গলবার রাতে একই বসতঘরের আলাদা রুমে তিনি ঘুমিয়ে পড়েন। ওই রাতে ঘুমন্ত অবস্থায় শাশুড়ি ঝর্না বেগম এবং জা মিমি আক্তার তাঁর পুরো মাথার চুল ছোট করে কেটে দেয়। এ ঘটনার পর থেকে তাঁর স্বামী বাপ্পী মাঝিও পলাতক রয়েছে। এ ঘটনার পর ওই গৃহবধূ বার্থী ইউনিয়নের গাইনেরপাড় এলাকায় মামা বাড়িতে আশ্রিত রয়েছেন বলেও উল্লেখ করেন। 

তবে ওই গৃহবধূর শাশুড়ি ঝর্না বেগম ও জা মিমি আক্তার তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। 

গৌরনদী মডেল থানার কর্মকর্তা ওসি আফজাল হোসেন জানান, বিষয়টি আমার অবগত নেই। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।     

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ