হোম > অপরাধ > বরিশাল

স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে অষ্টম শ্রেণির এক ছাত্রী। এ ঘটনার পর ভুক্তভোগীর মা বাদী হয়ে সোমবার রাতে ঝালকাঠি সদর থানায় মামলা করেছেন। মামলার পর ওই দিন রাতে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে গত রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন—বরিশালের বাকেরগঞ্জ উপজেলার জসিম সরদারের ছেলে রাব্বি, নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের রনি, পিরোজপুরের কাউখালী উপজেলার মাহাজ উদ্দিনের ছেলে নাছির, কৃষ্ণকাঠি এলাকার মোফাজ্জেল হাওলাদারের ছেলে চান মিয়া। 

মামলায় জানা যায়, ওই স্কুলছাত্রীর সঙ্গে গ্রেপ্তারকৃত রনির প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরে তাদের পূর্বপরিচিত রাব্বি ওই ছাত্রীর মোবাইলে কল করে ডেকে নেয়। এরপর তাকে বাসার সামনে থেকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। শহরের বাসস্ট্যান্ড এলাকার খান বোর্ডিংয়ে নিয়ে ওই ছাত্রীকে রাতভর দলবদ্ধ ধর্ষণ করে রাব্বি, রনি, নাছির ও বোর্ডিংয়ের ম্যানেজার চান মিয়া। পরদিন সোমবার সকাল ১০টায় মেয়েটি বাসায় এসে তার মায়ের কাছে ঘটনা জানায়। এ ঘটনায় ওই ছাত্রীর মা ঝালকাঠি সদর থানায় এসে মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। 

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ১২ ঘণ্টার মধ্যে এ ঘটনায় অভিযুক্ত তিনজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আজ মঙ্গলবার আদালতে পাঠানো হবে।

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার