কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ায় সবজিখেতে গাঁজার চাষ করায় রমেন ব্যাপারী (৬০) নামে এক চাষিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের উত্তর মরিচবুনিয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রমেন ব্যাপারী ওই গ্রামের বাসিন্দা। অভিযানে বাড়ির সবজিখেত থেকে ২০৫টি গাঁজাগাছ উদ্ধার করা হয়।
কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, গাঁজাচাষি রমেন ব্যাপারীসহ তিন ভাইকে আসামি করে কাঠালিয়া থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার রমেনকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। পালাতক দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।