হোম > অপরাধ > বরিশাল

বরিশালে ছুরিকাঘাতে যুবককে হত্যা

বরিশাল প্রতিনিধি

বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠি খ্রিষ্টান কলোনিতে ছুরিকাঘাতে দিপু হালদার (৪৫) নামক এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে খ্রিষ্টান কলোনিতে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতকারী কুডু মিস্ত্রিকে (৪৫) রাতেই পুলিশ আটক করেছে। 

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমলেশ চন্দ্র হালদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। নিহত দিপু হালদার বীর মুক্তিযোদ্ধা রমেন্দ্র নাথ হালদারের ছেলে। 

এদিকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন ও সদস্যসচিব ডা. মনিষা চক্রবর্তী এক বিবৃতিতে দিপুকে হত্যার নিন্দা জানিয়েছেন। তাঁরা বলেন, দিপু শ্রমিক ফ্রন্টের জেলা সদস্য ও ২৯ নম্বর ওয়ার্ডের সংগঠক। মাদকাসক্ত কুডু মিস্ত্রির ছুরিকাঘাতে দিপু নিহত হয়েছেন। বাসদ হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

নগরের ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ জানান, দিপু ও কুডু দুজনই ইছাকাঠি খ্রিষ্টান কলোনির বাসিন্দা। দুজনেই পেশায় কাঠমিস্ত্রি। তাঁরা একসঙ্গে মাদক সেবন করতেন। এ নিয়েই বিরোধের জের ধরে কলোনির মধ্যে কুডু মিস্ত্রি দিপুকে ছুরিকাঘাত করেন। দিপুকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ গিয়ে কলোনি থেকে কুডুকে আটক করেছে।

ওসি কমলেশ হালদার জানান, খুনের কারণ উদ্ঘাটনে কুডুকে জিজ্ঞাসাবাদ চলছে। 

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে