হোম > অপরাধ > বরিশাল

গলাচিপায় ছিনতাই হওয়া ৮টি ইভিএম মেশিন উদ্ধার

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাজীকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ছিনতাই হওয়া ৮টি ইভিএম মেশিন উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ৫ টি, ১১টার দিকে ২টি ও ২টার দিকে ১টি ইভিএম মেশিন উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমআর শওকত আনোয়ার ইসলাম।

গলাচিপা থানা-পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বেলা ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই কেন্দ্রে ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়। ওই কেন্দ্রের সাধারণ সদস্য পদে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণার পরই পরাজিত প্রার্থীরা ভোটের ফলাফল না মেনে নিয়ে ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ সময় ভোটকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ সমর্থকরাও যোগ দিয়ে কেন্দ্রে ব্যাপক ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে। পরে ভোটকেন্দ্র থেকে ৯টি ইভিএম মেশিনের মধ্যে ৮টি লুট করে নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। 

ঘটনার পর ওই ভোটকেন্দ্রের অদূরে একটি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় মেশিনগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। 

ঘটনার সত্যতা স্বীকার করে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার বলেন, গতকাল সন্ধ্যার পর ভোট গণনা শেষে পরাজিত প্রার্থীরা তাঁদের সমর্থকদের নিয়ে কেন্দ্রে হামলা চালিয়ে ৮টি ইভিএম ছিনতাই করেন। পরে রাতেই মেশিনগুলো উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু