হোম > অপরাধ > বরিশাল

পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ২

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের মধ্য সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম। 

নিহতরা হলেন- ওই গ্রামের মো. সেলিম মুন্সী (৪৮) ও তাঁর চাচাতো ভাই মো. আলাউদ্দিন মুন্সী (৫৩)। দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়েছে পুলিশ। 

এলাকাবাসীর বরাত দিয়ে আতিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, জমি নিয়ে পুরোনো বিরোধের জের ধরে গতকাল রাতে  আলাউদ্দিন মুন্সী দুই ছেলেকে নিয়ে সেলিম মুন্সীর ওপর হামলা চালান। তাঁরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই সেলিমের মৃত্যু হয়। এরপর দুই পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষের মধ্যে আলাউদ্দীন মুন্সীও মারা যান। 

এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোনিত কুমার গায়েন বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান আছে।

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন