হোম > অপরাধ > বরিশাল

স্বামীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা, স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরের পলাশপুরে শেখ ইকবাল কবির (৫৪) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় তাঁর স্ত্রী জাফরিন আরা পপিকে (৩৪) আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১১টার দিকে নগরের ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কাউনিয়া থানার পুলিশ জানায়, সোমবার রাতে পলাশপুর এলাকার বাড়ির ছাদে বসে ছিলেন ইকবাল। এ সময় পেছন থেকে ইকবালকে বঁটি দিয়ে এলোপাতাড়ি কোপ দেন স্ত্রী পপি। ইকবালের চিৎকার শুনে স্বজনেরা ছুটে আসেন। পরে তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নেওয়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে রাত সোয়া ১টার দিকে মারা যান তিনি। 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পলাশপুর এলাকার বাড়িটি পপি তাঁর নামে লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন স্বামী ইকবালকে। এ নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সোমবার রাতে ওই দ্বন্দ্বের জেরে বটি দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপান।

জানা গেছে, ইকবাল আগে লঞ্চে চাকরি করতেন। কয়েক বছর ধরে তিনি অসুস্থ হওয়ার পর সেই চাকরি ছেড়ে পলাশপুরে ব্যাটারিচালিত রিকশায় চার্জ দেওয়ার ব্যবসা করতেন। 

নিহত কবিরের ভাতিজা মো. সোহাগ জানান, ইকবাল দুই কন্যাসন্তানের জনক ছিলেন। পারিবারিক দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা তাঁর। 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান বলেন, ঘটনার পর রাতেই ইকবাল কবিরের স্ত্রী জাফরান আরাকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত বঁটি উদ্ধার করা হয়েছে। ইকবালের মরদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি। 

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন