হোম > অপরাধ > বরিশাল

স্বামীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা, স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরের পলাশপুরে শেখ ইকবাল কবির (৫৪) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় তাঁর স্ত্রী জাফরিন আরা পপিকে (৩৪) আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১১টার দিকে নগরের ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কাউনিয়া থানার পুলিশ জানায়, সোমবার রাতে পলাশপুর এলাকার বাড়ির ছাদে বসে ছিলেন ইকবাল। এ সময় পেছন থেকে ইকবালকে বঁটি দিয়ে এলোপাতাড়ি কোপ দেন স্ত্রী পপি। ইকবালের চিৎকার শুনে স্বজনেরা ছুটে আসেন। পরে তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নেওয়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে রাত সোয়া ১টার দিকে মারা যান তিনি। 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পলাশপুর এলাকার বাড়িটি পপি তাঁর নামে লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন স্বামী ইকবালকে। এ নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সোমবার রাতে ওই দ্বন্দ্বের জেরে বটি দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপান।

জানা গেছে, ইকবাল আগে লঞ্চে চাকরি করতেন। কয়েক বছর ধরে তিনি অসুস্থ হওয়ার পর সেই চাকরি ছেড়ে পলাশপুরে ব্যাটারিচালিত রিকশায় চার্জ দেওয়ার ব্যবসা করতেন। 

নিহত কবিরের ভাতিজা মো. সোহাগ জানান, ইকবাল দুই কন্যাসন্তানের জনক ছিলেন। পারিবারিক দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা তাঁর। 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান বলেন, ঘটনার পর রাতেই ইকবাল কবিরের স্ত্রী জাফরান আরাকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত বঁটি উদ্ধার করা হয়েছে। ইকবালের মরদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি। 

বরিশালে গভীর রাতে ট্রাকচাপায় ২ যুবক নিহত

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১