হোম > অপরাধ > বরিশাল

যুবলীগ নেতার পায়ের রগ কাটার ঘটনায় ছাত্রলীগের ৯ নেতা–কর্মীর নামে মামলা

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানীতে পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মামুন শেখের পায়ের রগ ও হাতের দুটি আঙুল কাটার ঘটনায় ছাত্রলীগের নয় নেতা–কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর মা। 

আজ বুধবার সকালে ওই যুবলীগ নেতার মা মমতাজ বেগম বাদী হয়ে ছেলেকে কোপানোর ভিডিও ফুটেজ দেখিয়ে জেলা ও উপজেলা ছাত্রলীগের নয় নেতা–কর্মীর বিরুদ্ধে ইন্দুরকানী থানায় মামলা করেন। 

মামলার আসামিরা হলেন, পিরোজপুর জেলা ছাত্রলীগের সহ–সভাপতি মো. নাঈম খান (২৬), জেলা ছাত্রলীগের সাবেক সহ–সভাপতি মো. কাইউম কাজী (২৪), সাবেক যুগ্ম সম্পাদক সাইফুর রহমান শামীম (২৫), সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক রাব্বী হাওলাদার, সাবেক যুগ্ম সম্পাদক শাহীন (২০), ইন্দুরকানী কলেজ ছাত্রলীগ নেতা শাকিব (২৩), ভান্ডারিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম (৩৫), সাবেক জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মিল্লাত ও জেলা ছাত্রলীগ নেতা সাজু। 

মামুনকে গত রোববার (২৮ জানুয়ারি) ছাত্রলীগকর্মীরা কুপিয়ে রগ কেটে গুরুতর আহত করে বলে অভিযোগ তাঁর মায়ের। 

মামুন শেখ পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ–সভাপতি ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি পিরোজপুর পৌরসভার ০৪ নং ওয়ার্ডের পালপাড়া এলাকার শাহ আলম শেখের ছেলে। 

পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক বলেন, যুবলীগ নেতা মামুন শেখকে যারা কুপিয়ে আহত করেছে তারা যদি ছাত্রলীগের কর্মী হয়, তাদের বিষয়ে জেলা ছাত্রলীগ দায়িত্ব নেবে না। তারা আইনের আওতায় আসবে। তবে নির্দোষ ব্যক্তি যেন হয়রানির স্বীকার না হয়। 

ইন্দুরকানী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকাদার বলেন, যুবলীগ নেতা মামুন শেখকে কুপিয়ে আহত করার ঘটনায় তাঁর মা বাদী হয়ে নয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামুন শেখের মায়ের দেওয়া ভিডিও ফুটেজ দেখে মামলার আসামি করা হয়েছে।

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু