হোম > অপরাধ > বরিশাল

যুবলীগ নেতার পায়ের রগ কাটার ঘটনায় ছাত্রলীগের ৯ নেতা–কর্মীর নামে মামলা

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানীতে পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মামুন শেখের পায়ের রগ ও হাতের দুটি আঙুল কাটার ঘটনায় ছাত্রলীগের নয় নেতা–কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর মা। 

আজ বুধবার সকালে ওই যুবলীগ নেতার মা মমতাজ বেগম বাদী হয়ে ছেলেকে কোপানোর ভিডিও ফুটেজ দেখিয়ে জেলা ও উপজেলা ছাত্রলীগের নয় নেতা–কর্মীর বিরুদ্ধে ইন্দুরকানী থানায় মামলা করেন। 

মামলার আসামিরা হলেন, পিরোজপুর জেলা ছাত্রলীগের সহ–সভাপতি মো. নাঈম খান (২৬), জেলা ছাত্রলীগের সাবেক সহ–সভাপতি মো. কাইউম কাজী (২৪), সাবেক যুগ্ম সম্পাদক সাইফুর রহমান শামীম (২৫), সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক রাব্বী হাওলাদার, সাবেক যুগ্ম সম্পাদক শাহীন (২০), ইন্দুরকানী কলেজ ছাত্রলীগ নেতা শাকিব (২৩), ভান্ডারিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম (৩৫), সাবেক জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মিল্লাত ও জেলা ছাত্রলীগ নেতা সাজু। 

মামুনকে গত রোববার (২৮ জানুয়ারি) ছাত্রলীগকর্মীরা কুপিয়ে রগ কেটে গুরুতর আহত করে বলে অভিযোগ তাঁর মায়ের। 

মামুন শেখ পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ–সভাপতি ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি পিরোজপুর পৌরসভার ০৪ নং ওয়ার্ডের পালপাড়া এলাকার শাহ আলম শেখের ছেলে। 

পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক বলেন, যুবলীগ নেতা মামুন শেখকে যারা কুপিয়ে আহত করেছে তারা যদি ছাত্রলীগের কর্মী হয়, তাদের বিষয়ে জেলা ছাত্রলীগ দায়িত্ব নেবে না। তারা আইনের আওতায় আসবে। তবে নির্দোষ ব্যক্তি যেন হয়রানির স্বীকার না হয়। 

ইন্দুরকানী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকাদার বলেন, যুবলীগ নেতা মামুন শেখকে কুপিয়ে আহত করার ঘটনায় তাঁর মা বাদী হয়ে নয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামুন শেখের মায়ের দেওয়া ভিডিও ফুটেজ দেখে মামলার আসামি করা হয়েছে।

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন