হোম > অপরাধ > বরিশাল

ঈদের দিনে হাত কেটে প্রেমিকার নাম লিখে যুবকের আত্মহত্যা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে স্বজনেরা ওই যুবককে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

পরিবার বলছে, আত্মহত্যা করেছেন তিনি। পুলিশ বলছে, ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। যুবকের হাতে মেয়ে ও তাঁর নাম লেখা ছিল। 

নিহত ওই যুবকের নাম—মো. ইয়াসিন (১৮)। ইয়াসিন পেশায় একজন অটোচালক। তিনি উপজেলার দৈহারি ইউনিয়নের গণকপাড়া গুচ্ছগ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বেল্লাল হোসেনের ছেলে। 

ওই ওয়ার্ডের ইউপি সদস্য প্রবীর কুমার মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু হাত কেটে নাম লেখা দেখা গেছে। প্রেম-ভালোবাসাজনিত কোনো কারণে এই আত্মহত্যা হতে পারে।’ 

ইয়াসিনের বাবা মো. বেল্লাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি কিছুই বলতে পারব না। সন্ধ্যার দিকে ঘরে ঢুকে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে হাসপাতালে এনেছি।’ 

ইউপি চেয়ারম্যান জাহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কী কারণে আত্মহত্যা করেছে তা না জেনে বলতে পারব না। তবে কারণ ছাড়া এ রকম অল্প বয়সী ছেলে আত্মহত্যা করতে পারে না।’ 

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ বলেন, ‘কী কারণে ওই যুবক আত্মহত্যা করেছে তা তদন্ত ছাড়া বলা যাবে না। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি