হোম > অপরাধ > বরিশাল

ফেসবুক প্রেম, সাক্ষাৎ করতে গিয়ে অপহরণের পর ধর্ষণের শিকার কিশোরী 

বরিশাল প্রতিনিধি

বরিশালে কিশোরী অপহরণ ও ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ। আজ রোববার অপহৃত কিশোরীকে উদ্ধার করে হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। ফেসবুকে প্রেমের সম্পর্কে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, ফেসবুকের মাধ্যমে বরিশাল বন্দর থানার ওই কিশোরীর সঙ্গে পরিচয় হয় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কিশোর মো. আসিফের। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 

গতকাল শনিবার আসিফ নগরীর লঞ্চঘাট এলাকায় এসে কিশোরীকে তাঁর সঙ্গে দেখা করতে বলেন। আসিফের ডাকে ওই কিশোরী লঞ্চঘাটে আসেন। সেখান থেকে তাঁকে ফুসলিয়ে ভাঙ্গার নিজ বাড়িতে নিয়ে আটকে রেখে ধর্ষণ করেন আসিফ। এরপর গতকাল সন্ধ্যায় কিশোরীর মা-বাবাকে ফোন করে ১ লাখ ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন আসিফ। 

বিষয়টি বরিশাল মেট্রোপলিটন পুলিশকে জানানো হলে শনিবার রাতেই অভিযানে নামে পুলিশ। পরে আজ রোববার ভোর ৫টায় ওই কিশোরীকে উদ্ধার করে। 
এ সময় এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকায় দুজনকে আটক করা হয়। আটক অপর কিশোর হচ্ছেন মো. সোহেল। 

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. আলী আশরাফ ভুইয়া সাংবাদিকদের জানান, ওই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া কিশোরীকে হাসপাতালে পাঠানো হয়েছে। 

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন